কলকাতা, 28 অগস্ট: গৌতম গম্ভীর গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে যোগ দেওয়ার পর থেকে ফাঁকা ছিল লখনউ সুপার জায়ান্টের মেন্টর পদ ৷ বুধবার আনুষ্ঠানিকভাবে গম্ভীরের প্রাক্তন সতীর্থ জাহির খানকে মেন্টর পদে বসাল লখনউ ফ্র্যাঞ্চাইজি ৷ কলকাতায় এদিন ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে পাশে বসিয়ে নয়া দায়িত্ব সঁপে দিলেন জাহিরকে ৷
জাহিরের বক্তব্য (ETV Bharat) সবমিলিয়ে প্রাক্তন বাঁ-হাতি পেসারের হাত ধরে নতুন যুগ শুরু হল এলএসজি'র। বুধবার গোয়েঙ্কা হাউজে 2011 বিশ্বজয়ের নায়কের হাতে লখনউ সুপার জায়ান্টসের জার্সিও তুলে দিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক। হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার, দুই সহকারি কোচ লান্স ক্লুজনার ও অ্যাডাম ভোজেসের সঙ্গে নয়া ফ্র্যাঞ্চাইজিতে কাজ করবেন জাহির ৷
এর আগে 2018-2022 পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেট ডিরেক্টর পদে ছিলেন জাহির খান। পরে ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল ডেভেলপমেন্টের হেড হন তিনি। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গেও যুক্ত ছিলেন জাহির। ফলত আইপিএল টিমের দায়িত্ব তাঁর কাছে নতুন নয়। কলকাতায় এদিন লখনউ দল সম্পর্কে জাহির বলেন, "তিনবছরে দুবার প্লে-অফে ওঠা সত্যি দারুণ। এবার টিমকে নতুন পর্যায়ে নিয়ে যেতে চাই। আগামী মরশুম অন্যরকম হবে। দলের ভালোর জন্য যা দরকার তা করতে দ্বিধা করব না।"
আগামী নভেম্বর মাসে 2025 আইপিএলের মেগা নিলাম। সেখানে দলে পরিবর্তনের ইঙ্গিত দিলেন ফ্র্যাঞ্চাইজির নবনিযুক্ত মেন্টর। টি-20 ক্রিকেটের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম নিয়ে নানা মুনির নানা মত। এ ব্যাপারেও এদিন নিজের মত পোষণ করেন জাহির খান ৷ ইমপ্যাক্ট প্লেয়ারের পক্ষে রায় দিয়ে 2011 বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারি বলেন, "ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে অনেক আনক্যাপড ভারতীয় ক্রিকেটারকে আমরা দেখতে পাচ্ছি ৷ আসন্ন নিলামেও আপনারা বিষয়টি প্রত্যক্ষ করবেন ৷ সবমিলিয়ে ভালো হচ্ছে ভারতীয় ক্রিকেটের ৷ তবে ক্রিকেটে হাফ অলরাউন্ডারের কোনও জায়গা নেই ৷ তাই তুমি প্রকৃত অলরাউন্ডার হলে কেউ আটকাতে পারবে না তোমায় ৷"