পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোন অঙ্কে শেষ ছ’য়ের রাস্তা খুলবে ইস্টবেঙ্গলের ? - ISL 2024 - ISL 2024

ISL 2024: আইএসএলের শেষ ছয়ের রাস্তা সাধারণভাবে বন্ধ ইস্টবেঙ্গলের জন্য ৷ যদিও, ভাগ্য ও পরিসংখ্যান সঙ্গ দিলে এখনও শেষ ছয়ে যেতে পারে লাল-হলুদ শিবির ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 6:01 PM IST

কলকাতা, 9 এপ্রিল: ক্ষীণ হলেও, আশা রয়েছে আইএসএলের শেষ ছয়ে যাওয়ার ৷ কথা হচ্ছে ইস্টবেঙ্গলের ৷ শেষ দুই ম্যাচে জিতে, শেষ ছয়ে যাওয়ার রাস্তা খুলে রেখেছে লাল-হলুদ ক্লাব ৷ তবে, লড়াইটা কঠিন ৷ নিজেদের ম্যাচ জয়ের পাশাপাশি, অন্য দলের পারফর্ম্যান্সের দিকেও তাকিয়ে থাকতে হবে ক্লেইটন সিলভাদের ৷

কী বলছে, পরিসংখ্যান ? কোন অঙ্কে শেষ ছয়ে যেতে পারবে ইস্টবেঙ্গল ? বেঙ্গালুরু রবিবার হেরে যাওয়ায় প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে ৷ ফলে ইস্টবেঙ্গলকে তাদের শেষ ম্যাচে জিততেই হবে ৷ তবে, 10 এপ্রিল পঞ্জাব এফসিকে হারালেও হবে না ৷ ম্যাচ জেতার পরেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে ৷ তবে, দিল্লিতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে, কোচ কার্লেস কুয়াদ্রাত পাবেন না, তাঁর দলের দুই নির্ভরযোগ্য ফুটবলারকে ৷ ফলে সমস্যায় পড়তে পারে লাল-হলুদ শিবির ৷

এক নজরে দেখে নেওয়া যাক কোন অংকে লাল-হলুদ প্লে-অফে পৌঁছতে পারে:

  1. নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ ড্র
  2. এফসি গোয়া হারাল চেন্নাইয়িন এফসিকে
  3. ওড়িশা এফসি হারাল নর্থ ইস্ট ইউনাইটেডকে
  4. ইস্টবেঙ্গল হারাল পাঞ্জাব এফসিকে

পঞ্জাব ম্যাচে যে কোনও মূল্যে জয় চাই ইস্টবেঙ্গলের ৷ কিন্তু, গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল তাদের দু’জন ফুটবলারকে পাবে না ৷ 10 এপ্রিল বুধবার, পঞ্জাব ম্যাচে খেলতে পারবেন না গোলরক্ষক প্রভসুখন গিল ৷ বেঙ্গালুরু ম্যাচে তো বটেই, গোটা মরশুমে তেকাঠির নিচে তিনিই ভরসা দিয়ে গিয়েছেন ৷ প্লে অফে ওঠার লড়াইয়ে শেষ ম্যাচে তাঁকে পাবেন না কার্লেস ৷ ঘরের মাঠে রবিবার 2-1 গোলে এগিয়ে থাকা অবস্থায় সময় নষ্টের জন্য রেফারি তেজাস নাভেঙ্কর তাঁকে হলুদ কার্ড দেখান ৷ ফলে পরের ম্যাচ থেকে সাসপেন্ড হয়ে গেলেন গিল ৷

এখানেই শেষ নয়, রেফারির সঙ্গে তর্ক-জুড়ে ম্যাচের ইনজুরি টাইমে হলুদ কার্ড দেখেন আরও এক ফুটবলার সৌভিক চক্রবর্তী ৷ ফলে সমস্যা বাড়ল লাল-হলুদের ৷ এই অবস্থায় পরিবর্ত হিসেবে কুয়াদ্রাতের হাতে রয়েছেন কমলজিৎ সিং ৷ গত মরশুমে ইস্টবেঙ্গলের গোলরক্ষার দায়িত্ব সামলালেও, চলতি মরশুমে কোনও ম্যাচ খেলেননি ৷ এবার গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গলের স্বপ্ন বাঁচানোর দায়িত্ব তাঁর হাতে ৷ এখন দেখার বছরভর উপেক্ষার জবাব কমলজিৎ দিতে পারেন কি না ৷

আরও পড়ুন:

  1. প্রথমবার টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, বেঁচে রইল সুপার সিক্সের আশা
  2. বেঙ্গালুরুকে হারিয়ে কোন অধরা স্বপ্নপূরণ করতে চায় ইস্টবেঙ্গল ?
  3. চেরনিশভের কাছে জীবনের সেরা মুহূর্ত, মা'কে জয় উৎসর্গ ডেভিডের; মহামেডানে আগাম ঈদ

ABOUT THE AUTHOR

...view details