পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চলল রাসেল-রোস্টনের ব্যাট, জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু রাসেলদের - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

West Indies Win Against Papua New Guinea: টি-20 বিশ্বকাপের প্রথম ম্য়াচেই পাপুয়া নিউ গিনিকে ধরাশায়ী করল ওয়েস্ট ইন্ডিজ ৷ রবিবার রাত আটটা (ভারতীয় সময় অনুযায়ী) নবম বিশ্বকপের আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল আসাদ ভালা ও রোভম্যান পাওয়েলের দল ৷ তাতে পাপুয়া নিউ গিনিকে পাঁচ উইকেটে 'বধ' করে জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করল আন্দ্রে রাসেলরা ৷

West Indies Win Against Papua New Guinea
জেতার পর ওয়েস্ট ইন্ডিজ (আইসিসি এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 8:01 AM IST

Updated : Jun 3, 2024, 8:19 AM IST

গুয়ানা, 3 জুন:রোস্টন চেজ-ব্র্যান্ডন কিংয়ের ব্যাটে ভর করেই টি-20 বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করল ক্যারিবিয়ানরা ৷ তবে 9 বলে 15 রান করে দলকে জেতার মুহূর্তে পৌঁছে দেয় কেকেআরের রাসেল ৷ রবিবার রাত আটটা (ভারতীয় সময় অনুযায়ী) গুয়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ ছিল ৷ তবে পাঁচ উইকেটে হারিয়ে মাটি ধরাল ওয়েস্ট ইন্ডিজ ৷

27 বলে 42 রান করে ম্যাচের সেরা রোস্টন চেজ ৷ তবে দু'বারের টি-20 বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ গতকাল কোনওরকমে ম্যাচ জিতেছে ৷ পাপুয়া নিউ গিনির করা মাত্র 136 রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যর্থ হয়ে যায় ৷ এরপরে দলকে কোনওরকমে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন কেকেআরের রাসেল এবং রোস্টন চেজ।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট অন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল ৷ প্রথমে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনি চাপে পড়ে যায় ৷ ওপেনার টনি উরা সাজঘরে ফিরে যান মাত্র 1 রানে ৷ অধিনায়ক আসাদ ভালা 22 বলে 21 রান করেন ৷ পরে লেগা সিয়াকা ফেরেন 1 রানে ৷ একমাত্র দলের হয়ে সর্বোচ্চ 50 রান করেন সেসে বাও ৷ পরে কিপলিন ডোরিগা করেন 27 রান করে অপরাজিত থেকে যান ৷ এদিকে, ক্যারিবিয়ান বাহিনীর আন্দ্রে রাসেল 3 ওভার হাত ঘুরিয়ে 19 রান দিয়ে 2টি উইকেট নেন ও আলজারি জোসেফ নেন দু'টি উইকেট ৷ একটি করে উইকেট নেন রোম্যারিও শেপার্ড, আকিল হোসেন ও গুডাকেশ মতি এবং একি রান আউট করেন আলজারি জোসেফ ৷ 20 ওভারে আট উইকেট হারিয়ে পাপুয়া নিউ গিনি সংগ্রহ করে 136 রান ৷

রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে নেমে ব্র্যান্ডন কিং রান তোলেন 34 ৷ জনসন চার্লেস শূন্য রানে ফেরেন ৷ মাত্র 27 রান করে প্যাভিলিয়নমুখী হন নিকোলাস পুরান ৷ একমাত্র রোস্টন চেজ 42 রান করেন ৷ 15 করে রান করেন রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেল ৷ এক ওভার বাকি থাকতেই 5 উইকেট হারিয়ে 137 রান তুলে ফেলে রাসেল বাহিনী ৷

Last Updated : Jun 3, 2024, 8:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details