পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ছেলের জন্মের পর প্রথমবার লন্ডনের রাস্তায় দেখা গেল বিরাটকে - Virat Anushka Son Name

Virat Kohli Spotted for First Time in London: গাঢ় রংয়ের জ্যাকেট, সাদা প্যান্ট ও টুপি পরে লন্ডনের রাস্তায় হাঁটছেন বিরাট কোহলি ৷ এমনই একটি ছবি গতকাল থেকে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ বলা হচ্ছে, বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান লন্ডনে জন্মেছে ৷ তবে, তারকা দম্পতি তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে গোপনীয়তা বজায় রেখেছেন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 12:27 PM IST

Updated : Feb 21, 2024, 12:38 PM IST

হায়দরাবাদ, 21 ফেব্রিয়ারি: গত 15 ফেব্রুয়ারি বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে ৷ সোশাল মিডিয়ায় এই তারকা দম্পতি সেই খবর একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন ৷ তবে, তাঁরা কোথায় ? তা পুরোপুরি গোপন রেখেছেন বিরুষ্কা ৷ কিন্তু, গতকাল রাত থেকে একটি ছবি সোশাল সাইটে ভাইরাল হয়েছে ৷ যেখানে বিরাট কোহলিকে দেখা যাচ্ছে গাঢ় রংয়ের লং জ্যাকেট সাদা প্যান্ট ও টুপি পরে বিদেশের রাস্তায় হাঁটছেন ৷ আর সেই ছবিই কোনও এক অনুরাগীর মোবাইলের ক্যামেরাবন্দি হয়েছে ৷ তবে, তা বিরাটের অজান্তে নয় ৷

লন্ডনের রাস্তায় বিরাট কোহলির সেই ছবি ৷ (ছবি সূত্র- এক্স)

দাবি করা হচ্ছে, বিদেশের সেই রাস্তা আর কোথাও নয়, লন্ডন ৷ বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা বর্তমানে লন্ডনেই রয়েছেন ৷ সেখানেই তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়েছে ৷ গতকাল রাতে বিরাট-অনুষ্কার দু’জনেই তাঁদের সোশাল মিডিয়া সাইটে একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷ সেখানে অনুরাগীদের তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের সুখবর জানান ৷ দম্পতি জানান, গত 15 ফেব্রুয়ারি তাঁদের তিন বছরের মেয়ে ভামিকার ছোটভাই অকায়ের জন্ম হয়েছে ৷ আর তাঁদের এই বিশেষ মুহূর্তে দম্পতি নিজেদের প্রাইভেসিকে সম্মান জানানোর আবেদন রাখেন সকলের কাছে ৷

এমনকি তাঁরা কোথায় রয়েছেন, সেটাও গোপন রাখা হয়েছিল ৷ তবে, বিরাটের ভাইরাল হওয়া ছবি সেই গোপনীয়তা কতটা বজায় রাখবে, তা নিয়ে সংশয় রয়েছে ৷ উল্লেখ্য, বিরাট ও অনুষ্কার গতকাল তাঁদের বিবৃতিতে জানিয়েছেন, "আমাদের হৃদয় প্রচুর আনন্দ ও ভালোবাসায় পূর্ণ, সবাইকে আনন্দের সঙ্গে জানাই, 15 ফেব্রুয়ারি আমরা আমাদের শিশুপুত্র আকায় এবং ভামিকার ছোটভাইকে এই দুনিয়ায় স্বাগত জানালাম! আমাদের জীবনের এই সুন্দর মুহূর্তে আমরা আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করছি ৷"

এরপরেই তারকা দম্পতি লেখেন, "আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, এই সময়ে আমাদের প্রাইভেসিকে সম্মান জানানোর জন্য ৷" উল্লেখ্য, 50 ওভারের বিশ্বকাপে পাকিস্তান ম্যাচের দিন প্রথমবার অনুষ্কার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায় ৷ তাঁর বেবিবাম্প ঢাকা পোশাক দেখে জোর চর্চা শুরু হয়েছিল ৷ এরপর একাধিকবার পারিবারিক কারণে, বিরাটে সিরিজের মাঝপথে বেরিয়ে যাওয়া ৷ সেই সম্ভাবনাকে জোরদার করেছিল ৷ এমনকি চলতি ইংল্যান্ড সিরিজ থেকে বিরাট নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ অবশেষে সেইসব জল্পনার অবসান হয়েছে এবং দম্পতি তাঁদের পুত্রসন্তানের জন্মের সুখবর দিলেন ৷

আরও পড়ুন:

  1. কোল আলো করে এল দ্বিতীয় সন্তান, পাঁচদিন পর অনুরাগীদের সুখবর শোনালেন 'বিরুষ্কা'
  2. বাকি দুই টেস্টে নেই বুমরা, ধোনির পাড়ায় চার স্পিনারে টিম ইন্ডিয়া!
  3. রাঁচি টেস্টে বুমরাকে বিশ্রামের সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের
Last Updated : Feb 21, 2024, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details