বেঙ্গালুরু, 17 অক্টোবর: রয়্যাল চ্যারেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে দীর্ঘসূত্রিতার জেরে চিন্নাস্বামীকে তাঁর 'সেকেন্ড হোম' বলে থাকেন অনুরাগীরা ৷ সেই চিন্নাস্বামীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট কোহলির ব্যাটে রান দেখতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু অনুরাগীদের নিরাশ করলেন 'রানমেশিন' ৷ আট বছর পর লাল বলের ক্রিকেটে তিন নম্বরে ব্য়াট করতে নেমে শূন্য় রানে আউট হলেন কোহলি ৷
বুধবার বৃষ্টির জেরে প্রথমদিনের খেলা পণ্ড হয়ে যাওয়ার পর দ্বিতীয়দিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা ৷ ঘাড়ের সমস্যায় প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েন শুভমন গিল ৷ ফলত পছন্দের চার নম্বর ছেড়ে এদিন তিনে ব্য়াট করতে আসেন বিরাট কোহলি ৷ কিন্তু ন'বল খেলে কোনও রান না-করে প্যাভিলিয়নে ফিরে যান ৷ টেস্ট ক্রিকেটে তিন নম্বরে কোহলির রেকর্ড এমনিতেই ভালো নয় ৷ এদিনের ব্য়র্থতা সেই খারাপ রেকর্ডকে আরেকটু খারাপ করল বলা যায় ৷ 2021 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই শেষবার টেস্ট ক্রিকেটে শূন্যে ফিরেছিলেন কোহলি ৷