Vinesh Phogat Slams PT Usha: রাজনীতিতে যোগ দিয়েছেন ভিনেশ ফোগত ৷ হাত চিহ্নে বিধানসভায় লড়বেন দেশের তারকা পালোয়ান ৷ তারপরেই অলিম্পিক্স বিতর্কে মুখ খুললেন ভিনেশ ৷
নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: প্যারিস থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ৷ অলিম্পিক্সে সোনার পদক জয়ের বাউটের সকালে 100 গ্রাম ওজন বেশি থাকায় ভিনেশ ফোগতকে 'অযোগ্য' বলে ঘোষণা করা হয় ৷তারপরযৌথ রুপোর আর্জি জানিয়েছিলেন ভিনেশ ৷ তাঁর সেই আর্জিও খারিজ করে দেয়‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস’ ৷
সেমিফাইনালের পর দেখা যায় ভিনেশের ওজন 52 কেজি 700 গ্রাম ৷ 50 কেজি ফ্রিস্টাইলে লড়া ভিনেশকে ফাইনালের আগে ওজন কমাতে হত ৷ ফোগতের কোচ ওলার আকোস জানিয়েছিলেন চুল কেটে, সিরিঞ্জের মাধ্যমে রক্ত টেনেও ওজন কমানোর চেষ্টা করেছিলেন ভিনেশ ফোগত ৷ ওই রাতে অমানুষিক পরিশ্রম করে ওজন কমাতে গিয়ে প্রায় মারা যেতে বসেছিলেন ভারতীয় কুস্তিগীর ৷ হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল তারকা পালোয়ানকে ৷ সেসময়েই ভিনেশের পাশে দাঁড়ান ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা ৷ ভিনেশের সঙ্গে তাঁর দেখা করার ছবিও ছড়িয়ে পড়ে ৷
এবার পিটি ঊষার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ভিনেশ । কুস্তিগীর বলেন, ‘‘ফাইনালের দিন ওজন মাপার পর আমাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তখন পিটি ঊষা আমার সঙ্গে দেখা করতে আসেন ৷ তাঁর কাছ থেকে কোনও সাহায্য পাইনি । আমার সঙ্গে একটি ছবি তোলেন ৷ আমার অনুমতিও নেননি ৷ রাজনীতিতে বন্ধ দরজার আড়ালে অনেক কিছু ঘটে। একইভাবে প্যারিসেও রাজনীতি হয়েছে । তাই আমার হৃদয় ভেঙে গেল । নইলে অনেকেই বলছেন, 'কুস্তি ছাড়বেন না' । কিন্তু সব জায়গাতেই রাজনীতি ।’’
পিটি ঊষার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ভিনেশ (IANS)
এক সাক্ষাৎকারে ভিনেশ বলেন, ‘‘আপনি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন, আপনি জানেন না বাইরে জীবনে কী ঘটছে, জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে আছেন । সেসময়ে শুধু সবাইকে দেখানোর জন্য আমাকে না-বলে একটি ছবি তুলে নেন ৷ সোশাল মিডিয়ায় তা পোস্ট করে দেন । রাজনীতিতে অনেক কিছু হয় । ভিতরে অনেক কিছু ঘটে, যারা আপনাকে অলিম্পিক থেকেও সরিয়ে দিতে পারে । ওরা যা খুশি করতে পারে ।’’
যদিও প্যারিসে ওই ঘটনায় সময় ভিনেশের পাশে দাঁড়িয়েছিল সরকার ৷ সংসদে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন, আন্তর্জাতিক কুস্তি সংস্থায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ৷ আইওএ প্রধান পিটি ঊষাকেও এই বিষয়ে ‘উপযুক্ত পদক্ষেপ’ নিতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লোকসভায় একটি বিবৃতিতে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, সরকার ফোগতকে তাঁর প্রয়োজনীয়তা অনুযায়ী সমস্ত সহায়তা দিয়েছে ৷ তাঁর এভাবে অলিম্পিক্স থেকে বেরিয়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক ৷ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ৷
প্রসঙ্গত, প্যারিস থেকে ফিরে রাজনীতিতে যোগ দিয়েছেন ভিনেশ ফোগত ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়বেন দেশের তারকা পালোয়ান ৷ জুলানা আসন থেকে তাঁকে প্রার্থী করেছে কংগ্রেস ৷ তারপরেই অলিম্পিক্স বিতর্কে মুখ খুললেন ভিনেশ ৷ অন্যদিকে উষা বিজেপি’র রাজ্যসভার সাংসদ ৷ ফলে ভোটের আগে পিটি উষাকে আক্রমণ রাজনৈতিক অভিপ্রায় বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷