রোহিত শর্মাদের মেগা প্যারেডে জনঅরণ্য ৷ প্রিয় খেলোয়াড়দের দেখতে গাছে উঠলেন ভক্তরা ৷
মেগা প্যারেড শেষে ওয়াংখেড়েতে, সেলিব্রেশন মুডে বিশ্বজয়ীরা - T20 WORLD CUP CELEBRATIONS - T20 WORLD CUP CELEBRATIONS
Published : Jul 4, 2024, 3:09 PM IST
|Updated : Jul 4, 2024, 9:40 PM IST
বিশ্বজয় করে দেশে ফিরেছে ‘মেন ইন ব্লু’ ৷ 13 বছর পর ফের বিশ্বকাপ এসেছে টিম ইন্ডিয়ার ক্যাবিনেটে ৷ ট্রফি পেয়েই অবশ্য দেশে ফেরা হয়নি ৷ ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আটকে পড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা ৷ শেষ পর্যন্ত বিশেষ বিমানে বিশ্বজয়ীদের দেশে ফিরিয়ে এনেছে বিসিসিআই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সংবর্ধনা থেকে ছাদখোলা বাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ৷ দেশে ফেরার পর থেকেই সেলিব্রেশন মুডে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷
LIVE FEED
গাছে চড়ে কেরামতি
শেষ বিজয় মিছিল
মেরিন ড্রাইভে মেগা প্যারেড শেষ ৷ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছলেন রোহিত শর্মারা ৷
গাছে উঠলেন ভক্ত
রোহিতদের আরও কাছ থেকে দেখার আশায় গাছে উঠলেন এক ভক্ত ৷ চমকে উঠলেন ক্রিকেটাররা ৷
বিজয় মিছিল
- বিজয় মিছিলে বিশ্বজয়ীরা ৷
রোহিতদের সেলিব্রেশন সরাসরি দেখুন ইটিভি ভারতে
- মায়ানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশ্বজয়ী রোহিত-কোহলিরা ৷ সরাসরি দেখুন ইটিভি ভারতে...
রোহিতদের ওয়াটার-স্যালুট
- ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াটার স্যালুট দেওয়া হল বিশ্বজয়ী দলকে ৷
হার্দিকের হাতে বিশ্বকাপ
- শেষ ওভারে তাঁর হাতেই বল তুলে দিয়েছিলেন রোহিত শর্মা ৷ বিশ্বকাপ হাতে মুম্বই বিমানবন্দর থেকে বেরোলেন সেই হার্দিক পান্ডিয়া ৷
বিশ্বজয়ীদের পদার্পণ
- ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামল টিম ইন্ডিয়া ৷ গ্র্যান্ড ওয়েলকামে মায়ানগরীতে বিশ্বজয়ীরা ৷
মুম্বইয়ে রোহিতরা
- মুম্বইয়ে চলে এল ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ খানিকক্ষণের মধ্যেই শুরু হবে বিজয় মিছিল ৷
মানবিক মুখ
- জনসমুদ্র মেরিন ড্রাইভ ৷ এখনও আসেনি ভারতীয় দল ৷ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট-ভক্তরা ৷ তারমধ্যেই অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য জায়গা করে দিলেন তাঁরা ৷
মুম্বইয়ে জনসমুদ্র
মেরিন ড্রাইভে তিলধারণের জায়গা নেই ৷ রোহিতদের দেখতে জনসমুদ্র মায়ানগরীতে ৷ দেখুন ভিডিয়ো...
সরাসরি দেখুন ইটিভি ভারতে
- মায়ানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশ্বজয়ী রোহিত-কোহলিরা ৷ সরাসরি দেখুন ইটিভি ভারতে...
ঢল নেমেছে মুম্বইয়ে
- বৃ্ষ্টি উপেক্ষা করেই জনতার ঢল নেমেছে মুম্বইয়ে ৷ চার্চ গেট স্টেশনে কাতারে কাতারে মানুষে যাচ্ছেন বিশ্বজয়ীদের দেখতে ৷
বৃষ্টিস্নাত মায়ানগরী
ওয়াংখেড়েতে রোহিত শর্মাদের মেগা সেলিব্রেশন ৷ তারমাঝেই ঝিরঝিরে বৃষ্টি নামল মুম্বইয়ে ৷
মোদিকে জার্সি উপহার
- নমো 1 ৷ নরেন্দ্র মোদিকে বিশেষ জার্সি উপহার দিল টিম ইন্ডিয়া ৷
উচ্ছ্বাস বাড়ছে মেরিন ড্রাইভে
- ‘‘2007 সালে এমএস ধোনির জন্য বিশ্বকাপ ঘরে এসেছিল ৷ 17 বছর পর ফের রোহিত শর্মার হাত ধরে বিশ্বকাপ ফিরেছে দেশে ৷ সূর্যকুমার যাদবের ক্যাচেই শেষরক্ষা হয়েছে ৷’’, মেরিন ড্রাইভে দুই ঘরের ছেলেকে নিয়ে আবেগে ভাসলেন এক মুম্বইকর ৷
মেরিন ড্রাইভ-ওয়াংখেড়েতে জনোচ্ছ্বাস
- বিশ্বজয়ীদের বরণ করতে তৈরি মায়ানগরী ৷ মেরিন ড্রাইভ ও ওয়াংখেড়েতে ক্রমশ বাড়ছে উৎসাহীর সংখ্যাটা ৷
মুম্বইয়ে মেগা আয়োজন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরেই চার্টার্ড বিমানে মুম্বই উড়ে গিয়েছেন রোহিতরা ৷ সেখানে মেরিন ড্রাইভ থেকে হুডখোলা বাসে চড়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ঘুরবেন ভারতীয় ক্রিকেটাররা ৷ সেখানেই শেষ নয় ৷ এরপর স্টেডিয়ামে ভারতীয় দলের জন্য রয়েছে বিশেষ সংবর্ধনার আয়োজন ৷ বিকেল 5টায় শুরু হবে ভিকট্রি প্যারাড অনুষ্ঠান ৷
মোদি সাক্ষাতে ‘মেন ইন ব্লু’
- দেশে ফিরেই বিশ্বচ্যাম্পিয়নরা দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷ দিল্লি বিমানবন্দরে নামার পরে হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেখান থেকে বাসে করে চেপে 7 নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তাঁরা।
- মোদির হাতে বিশ্বকাপ তুলে দেন রোহিত-রাহুল ৷ সেখানেই প্রাতরাশ সারেন বিরাট-রোহিতরা। ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন মোদি। টিম ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাতে মোদিজি বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন ৷ নানা বিষয়ে কথোপকথন চলতে থাকে ৷
সেলিব্রেশন মুডে টিম ইন্ডিয়া
- 'বেরিল' দুর্যোগ পেরিয়ে শেষমেশ দেশে পৌঁছেছে বিশ্বজয়ী ভারতীয় দল ৷ দেশে ফেরার পর বিশ্বজয়ী ভারতীয় দলের জন্য মেগা আয়োজনের ব্যবস্থা করেছে বিসিসিআই ৷