মুম্বই, 22 জুলাই: বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-20 ম্যাচ থেকে অবসর নিয়েছেন রোহিত, কোহলি ও জাদেজা ৷ তাই সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে সফরে কুড়ি-বিশের সিরিজে তাঁদের থাকার কথা নয় ৷ পাশাপাশি টি-20 বিশ্বজয়ের পর ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে গৌতম গম্ভীর জমানা ৷ আবার 27 তারিখ থেকে দ্বীপরাষ্ট্রের পাল্লেকেলেতে শুরু হওয়া তিন ম্যাচের টি-20'তে নেতৃত্ব দেবেন নয়া অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ সোমবার নতুন কোচ, নতুন অধিনায়ক-সহ ভারতীয় ক্রিকেট দল উড়ে গেল শ্রীলঙ্কার উদ্দেশে ৷
আগামী 27 জুলাই থেকে শুরু হওয়া ভারতীয় দলের দ্বীপরাষ্ট্র সফর শেষ হবে 7 অগস্ট ৷ এদিন দ্বীপরাষ্ট্রে উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকর ও হেড কোচ গৌতম গম্ভীর একটি সাংবাদিক সম্মেলন করেন ৷ দ্বীপরাষ্ট্রে সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কায় টি-20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ ওডিআই'তে যদিও নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷ দুই ফরম্যাটেই ডেপুটির দায়িত্ব সামলাবেন শুভমন গিল ৷ উল্লেখ্য, গম্ভীর যে রোহিত-কোহলিদের হেডস্যর হবে তা নিয়ে বহুদিন ধরে জল্পনা চললেও গত 9 জুলাই সরকারিভাবে গম্ভীরের কাঁধেই 'গুরুদায়িত্ব' তুলে দেওয়া হয় ৷