কলকাতা, 27 জানুয়ারি: কলকাতা আন্তর্জাতিক বইমেলায় রাজনৈতিক সংগঠনের নামে আর কোনও স্টল করা যাবে না । স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে গিল্ডের তরফে । এবার 'বিশ্ব হিন্দু বার্তা' নামে স্টল দেবে বিশ্ব হিন্দু পরিষদ ৷
সেই সঙ্গে, এপিডিয়ার-এর নাম বদলে করা হবে 'অধিকার' । সবমিলিয়ে এ বছর স্টলের সংখ্যা প্রায় 1 হাজার । 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 48তম আন্তর্জাতিক বইমেলা ৷ তার আগেই নাম বদলের এই সিদ্ধান্ত জানানো হয়েছে গিল্ডের তরফে ৷
মঙ্গলবার বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান এবং গ্যোটে ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ডঃ মার্লা স্টুকেনবার্গ । তবে এবার মেলায় দেখা যাবে না বাংলাদেশের কোনও স্টল ৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর অশান্তির আঁচ ছড়িয়েছে ভারতেও ৷ দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে ৷ এই আবহে কলকাতার বইমেলায় তারা আসবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ৷
সেই কারণে, প্রায় 29 বছর পর আন্তর্জাতিক কলকাতা বইমেলা হবে বাংলাদেশকে বাদ রেখেই ৷ কোভিডের কারণে বন্ধ থাকলেও, 1996 সাল থেকে বাংলাদেশ বরাবরই অংশ নিয়েছে আন্তর্জাতিক এই বইয়ের উৎসবে । এই বিষয় গিল্ডের সভাপতি ত্রিদীবকুমার চট্টোপাধ্যায় বলেন, "বাংলাদেশ আসছে না । তাই আমরাও দুঃখিত । এটা দুই দেশের দ্বিপাক্ষিক সমস্যা । তাই আমাদের এখানে কিছু করার নেই । বস্তুত আমরা অসহায় । বাংলাদেশও নিয়ম মেনে কাজ করতে পারেনি ।"
48তম বইমেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এই বছর বইমেলার থিম কান্ট্রি 'জার্মানি' । তবে এর পাশাপাশি থাকছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, স্পেন, আর্জেন্টিনা, পেরু-সহ অন্যান্য দেশও। বইমেলার প্রধান গেট করা হবে সলিল চৌধুরী এবং ঋত্বিক ঘটকের নামে । এছাড়াও, জার্মান স্থাপত্যের অনুকরণে তৈরি হবে দুটি গেট ।
পাশাপাশি, বিশ্ব বাংলা গেট এবং জীবনানন্দ দাস ও নজরুল ইসলামের নামেও থাকবে গেট । সেই সঙ্গে, 4 ফেব্রুয়ারি মেলায় পালিত হবে 'চির তরুণ দিবস' ৷ উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রথম থাকছে ম্যাসকট । সেখানে দুটি হাঁস থাকবে । 'হাসো' এবং 'হাসি' নামের দুই হাস মেলায় সকলকে অভ্যর্থনা জানাবে ।