কলকাতা, 8 ফেব্রুয়ারি:প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়াকে সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কারিগরি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ অন্য একজন প্রাক্তন ভারত ও ইস্টবেঙ্গল অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্যকে বাদ দেওয়ার পরে বাইচুংকে ওই কমিটিতে নেওয়া হয়েছে ।
তিন বছর আগে বাইচুং নিজেই ইস্টবেঙ্গলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়ান ৷ তাঁর উত্তরসূরী হিসেবে মনোরঞ্জন ভট্টাচার্য ও তরুণ দে’র নাম দেন ৷ কিন্তু এবার বাইচুং ভারতীয় ফুটবলের আরেক কিংবদন্তি আইএম বিজয়নের নেতৃত্বে এআইএফএফ-এর কারিগরি কমিটিতে মনোরঞ্জনের বদলি হিসেবে জায়গা পেলেন ৷ যদিও এই কমিটিতে নেওয়ার আগে বাইচুংয়ের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি ৷ ফলে এই সিদ্ধান্ত তাঁর কাছে বেশ চমকপ্রদই ছিল ৷ তবে তিনি এআইএফএফ-এর মূল কমিটিতে কাজ করতে পারলে খুশি হতেন ৷
এই নিয়ে ইটিভি ভারতকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাইচুং ভুটিয়া বলেন, "আমার কোনও ধারণা ছিল না যে মনোরঞ্জনদা-র জায়গায় আমার নাম ঘোষণা করা হয়েছে । তবে, আইএম বিজয়নের মতো দীর্ঘদিনের বন্ধু এবং সতীর্থর সঙ্গে একই প্যানেলে থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি ৷’’
বাইচুং স্পষ্টভাবে জানিয়েছেন যে তাঁকে যে ভূমিকা দেওয়া হয়েছে, সেই নিয়ে তিনি সচেতন নন ৷ কিন্তু আশ্বাস দিয়েছেন যে তিনি এই ভূমিকার প্রতি ন্যায়বিচার করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন ৷ ভারতীয় ফুটবলের জন্য ভবিষ্য়তের রোডম্যাপ তৈরিতেও সাহায্য করবেন বলেও জানিয়েছেন ৷
তিনি বলেন, "চেয়ারম্যান আমার কাছে যে সাহায্য চাইবেন, তা করতে আমি রাজি আছি । আইএম বিজয়ন খুব ভালো একজন চেয়ারম্যান । যেহেতু এটি কিভাবে কাজ করে, তা আমার কোনও ধারণা নেই ৷ তাই আমি প্যানেলের একজন সদস্য হিসাবে আমার প্রকৃত ভূমিকার উপর আলোকপাত করতে পারব না ৷’’
ভারতীয় ফুটবলের অগ্রগতির জন্য বিজয়ন ও ভুটিয়ার যুগলবন্দির চেয়ে ভালো কিছু হয় না ৷ বিশেষ করে কেরালা থেকে ভারতীয় ফুটবলে উঠে আসা কিংবদন্তি বিজয়নের জন্য বাইচুংয়ের মনে শ্রদ্ধা অনেক ৷ পাহাড়ি বিছের কথায়, "নতুন কমিটি গঠিত হওয়ার পর বিজয়নকে নিয়ে একটি নতুন কমিটি করা হয় । আমরা দীর্ঘদিন ধরে দেশের হয়ে খেলেছি এবং আমরা আবার একত্রিত হয়ে ভারতীয় ফুটবলের জন্য একটি রোডম্যাপ তৈরি করব । এক্ষেত্রে আপনি তাঁর চেয়ে ভালো চেয়ারম্যান আর পাবেন না ৷"
সাম্প্রতিক অতীতে ভারত যে পারফরম্যান্স করেছে, তার জন্য বাইচুং ভুটিয়া বিজয়নকে কৃতিত্ব দিয়েছেন । তিনি বলেন, "বিজয়ন একজন চেয়ারম্যান হিসেবে ভালো করেছেন ৷ কারণ, আমরা সবাই ইগর স্টিমাচের কোচ হিসেবে চুক্তি বাড়ানোর পর ফলাফল দেখতে পাচ্ছি । সাম্প্রতিক অতীতে স্টিমাচের অধীনে আমরা ভালো ফল করেছি ৷"
ভারতীয় ফুটবল কিভাবে উন্নতি করতে পারে ? এই প্রশ্নের উত্তরে মোহনবাগান ও ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এই স্ট্রাইকার তৃণমূলস্তরে উন্নতির উপর জোর দিয়েছেন ৷ তিনি বলেন, "অগ্রগতির জন্য, আমাদের তৃণমূলস্তরের কোচ ও বিশেষজ্ঞদের এবং অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে নজর দিতে হবে, যা ফেডারেশন (এআইএফএফ) করছে । তারা 2047 এর লক্ষ্য নির্ধারণ করেছে এবং আমরা যদি এটি ভালোভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা লক্ষ্যপূরণ করতে পারব ৷’’
এই কমিটিতে যোগ দেওয়ার আগে প্রস্তুতি হিসেবে বাইচুং ভারতীয় ফুটবল দলের বর্তমান হেড কোচ স্টিমাচের জমা দেওয়া রিপোর্ট পড়ে দেখছেন । এই নিয়ে বাইচুং বলেন, "স্টিমাচের রিপোর্টে বলা হয়েছে যে ভারতের এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করা শুরু করা উচিত । এর জন্য, আমাদের অন্তত অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-21-এ যোগ্যতা অর্জন করতে হবে। এটি খুবই সত্য ।’’
তিনি আরও বলেন, ‘‘বিশ্বকাপের কথা ভুলে যান, আমরা যদি যোগ্যতা অর্জন করতে না পারি এবং এশিয়ান কাপে ভালো ফলাফল করতে না পারি, তাহলে দল হিসেবে ভালো করা আমাদের পক্ষে কঠিন হবে । গত কার্যনির্বাহী কমিটির সভায় আমি আমার পয়েন্ট তুলে ধরেছি, যেখানে আমাদের সভাপতি কল্যাণ চৌবেও ছিলেন... সেখান থেকে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব ৷"
আরও পড়ুন:
- টেকনিক্যাল কমিটির রদবদল থেকে রোজের কাজ, বিতর্কে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- বাংলা থেকে ফুটবলার তুলে আনতে স্কুলস্তরে উন্নতির প্রয়োজন, মত নবির