পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মাঠে বন্দুক হাতে দর্শক ! ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচে ভয়ংকর দৃশ্য - Calcutta Football League - CALCUTTA FOOTBALL LEAGUE

East Bengal vs Mohammedan SC: কলকাতা লিগের ম্যাচে ভয়ংকর দৃশ্য ৷ নৈহাটি স্টেডিয়ামে চলছিল ইস্টবেঙ্গল-মহমেডানের সুপার সিক্সের খেলা ৷ সেসময়ই দেখা গেল, গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা ৷ সেখানেই রাইফেল দেখা গেল এক দর্শকের হাতে ৷

East Bengal vs Mohammedan SC
ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচে মাঠে বন্দুক হাতে দর্শক ! (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Sep 20, 2024, 6:49 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: 50 মিনিট পেরিয়েছে ম্যাচের বয়স ৷ দুরন্ত শটে গোল করেছেন রবিনসন সিং ৷ তখনই দেখা গেল, গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করছেন এক দর্শক ৷ তাঁর হাতে ধরা একে-47 ধাঁচের একটি বন্দুক ৷ তা দেখে আরও উচ্ছ্বসিত তাঁর আশেপাশে থাকা দর্শকরা ৷ কিন্তু রাইফেল হাতে কী করে খেলার মাঠে ঢুকে পড়লেন ওই ব্যক্তি ?

কী হয়েছে ?

নৈহাটি স্টেডিয়ামে চলছিল ইস্টবেঙ্গল-মহমেডানের সুপার সিক্সের খেলা ৷ কলকাতা ফুটবল লিগ জিততে মরিয়া খেতাবি দৌড়ে থাকা ইস্টবেঙ্গল ৷ অন্যদিকে, কলকাতার তিন প্রধানের মুখোমুখি লড়াই মানেই বাড়তি অ্যাড্রিনালিন রাশ ৷ ফলে মহমেডান স্পোর্টিং খেতাবি দৌড়ে না-থাকলেও শুক্রবারের ম্যাচটি ছিল তাদের কাছে সম্মান রক্ষার । মিনি ডার্বি ঘিরে চরছিল উত্তেজনার পারদ ৷

বামিয়ার গোলে মহমেডান এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষে সেই গোল শোধ করে দেয় ইস্টবেঙ্গল ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে রবিনসন সিংয়ের গোলে ফের এগিয়ে যায় মহমেডান ৷ সেসময়ই দেখা গেল, গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা ৷ এক দর্শককে দেখা গেল রাইফেল হাতে নাচানাচি করতে ৷ যা দেখে আরও উচ্ছ্বসিত হয়ে পড়েন আশেপাশে থাকা দর্শকরা ৷

ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচে ভয়ংকর দৃশ্য (কলকাতা লিগ সম্প্রচারকারী চ্যানেল সূত্রে প্রাপ্ত)

সম্প্রচারকারী চ্যানেলে ওই দৃশ্য দেখে আঁতকে ওঠেন অন্যান্য দর্শকরা ৷ কী করে বন্দুক নিয়ে মাঠে প্রবেশের অনুমতি পেলেন তিনি, তা নিয়েও প্রশ্ন উঠে যায় ৷ পরে অবশ্য জানা যায়, বন্দুকটি নকল ৷ যদিও নকল বন্দুক নিয়ে মাঠে বা জনসংগমে প্রবেশাধিকার রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে ৷

পুলিশ কী বলছে ?

সম্প্রচারকারী চ্যানেলে এই দৃশ্য দেখার পরই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত ৷ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়, সেরকম গুরুতর ঘটনা নয় ৷ প্লাস্টিকের বন্দুক নিয়ে ওই দর্শক মাঠে ঢুকেছিলেন ৷ তাঁকে আটক করে পুলিশ ৷ পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বন্দুকটি নকল ৷ খানিক পরে যাবতীয় বিষয় খতিয়ে দেখে তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details