হায়দরাবাদ, 16 মে:আইপিএলের 66তম ম্যাচে ফের কাঁটা বৃষ্টি ৷ আগে থেকে পূর্বাভাস ছিল ৷ সেই মতো হায়দরাবাদ ও গুজরাতের ম্যাচ শুরু তো দূর, টসই হল না ৷ বৃষ্টির কারণে ম্যাচ অস্তাচলে গেলেও ঘরের মাঠে সানরাইজার্স এবারের আইপিএলে তৃতীয় দল হিসাবে কোয়ালিফাই করল ৷ 15 পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছে গেলেন কামিন্সরা ৷ অন্যদিকে, শুভমনরা শেষ দু’টি ম্যাচই বৃষ্টির কারণে খেলতে পারলেন না ৷ এর পাশাপাশি, চতুর্থ দল হিসাবে প্লে-অফে কারা কোয়ালিফাই করবে সেটা নির্ণায়ক হয়ে দাঁড়াবে চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচের ফলাফলের ওপর ৷
আগামী পরশু অর্থাৎ শনিবার বেঙ্গালুরুকে প্লে-অফে কোয়ালিফাই করতে হলে ঘরের মাঠে অন্তত 18 রানে জিততে হবে ৷ অথবা রান তাড়া করতে হলে 18.1 ওভারের লক্ষ্য়মাত্রাই পৌঁছতে হবে ৷ অন্যথায়, চতুর্থ দল হিসাবে কোয়ালিফাই করবে চেন্নাই সুপার কিংস ৷ এদিকে হায়দরাবাদের কাছে এখনও সুযোগ রয়েছে দ্বিতীয় স্থানে শেষ করার ৷ সেক্ষেত্রে আগামী 19 তারিখ পঞ্জাব কিংসের সঙ্গে তাদের শেষ ম্যাচ জিততে হবে ৷ পাশাপাশি তাকিয়ে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের উপর ৷