কলকাতা, 3 নভেম্বর:ময়দানের সেন্ট্রাল এক্সাইজ তাঁবুতে জয়ন্ত পুশিলালের স্মরণসভায় গত 28 সেপ্টেম্বর গৃহিত হয়েছিল সিদ্ধান্ত ৷ সেইমত প্রয়াত দ্রোণাচার্য কোচের নামাঙ্কিত রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী মঙ্গলবার অর্থাৎ, 5 নভেম্বর ৷ চলবে 12 নভেম্বর পর্যন্ত ৷ ভেন্যু বদলে এবার রাজ্য টিটি অনুষ্ঠিত হচ্ছে বড়বাজার যুবক সংঘ ক্লাবে ৷ ভেন্যু বদলের বিষয়টিও আগে থেকেই ঠিক ছিল ৷
এই নিয়ে ষষ্ঠবার রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আয়োজনে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে 10টি বোর্ডে। অংশ নিচ্ছেন দেড় হাজারের বেশি প্যাডলার। জয়ন্ত পুশিলালের নামাঙ্কিত প্রতিযোগিতায় এবার খেলছে 22টি দল। তবে অঙ্কুর ভট্টাচার্য, সিন্ড্রেলা দাসের মত প্যাডলাররা প্রতিযোগিতার পুরোটা খেলতে পারবেন না। কারণ, আর্ন্তজাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য 8 নভেম্বর তাদের ফিরে যেতে হচ্ছে। এবছর অঙ্কুর প্রতিনিধিত্ব করবেন হাওড়া জেলার হয়ে। পৌনে 2 লক্ষ টাকা পুরস্কার মূল্যের রাজ্য প্রতিযোগিতা ঘিরে আগ্রহ তুঙ্গে ইতিমধ্যেই।