পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রদ্রির ব্যালন ডি'অর জয়ে বিতর্ক, অনুষ্ঠান বয়কট রিয়ালের; রইল সম্পূর্ণ তালিকা - BALLON D OR 2024

শেষ মুহূর্তে ভিনিসিয়াসকে পিছনে ফেলে ব্যালন ডি'অর জিতলেন রদ্রি ৷ লুকা মদ্রিচের পর প্রথম মিডফিল্ডার হিসেবে এই সম্মান পেলেন ম্য়ান সিটি তারকা ৷

RODRI WINS BALLON D OR
ব্যালন ডি'অর হাতে রদ্রি (AP PHOTO)

By ETV Bharat Sports Team

Published : Oct 29, 2024, 12:53 PM IST

হায়দরাবাদ, 29 অক্টোবর: ব্যালন ডি'অর 2024 জয়ের দৌড়ে পরিষ্কার ফেভারিট ছিলেন ভিনিয়িয়াস জুনিয়র ৷ তবে রিয়াল মাদ্রিদের হয়ে গত মরশুমে চ্য়াম্পিয়ন্স লিগ ও লা-লিগা জয়ে সদর্থক ভূমিকা নেওয়া ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সরিয়ে শেষমুহূর্তে ব্য়ালন ডি'অর জিতে নিলেন ম্যাঞ্চেস্টার সিটির রদ্রি ৷ স্প্যানিশ রক্ষণাত্মক মিডফিল্ডার ব্যালন ডি'অর পাচ্ছেন আঁচ করে সোমবার (ভারতীয় সময় মঙ্গলবার রাত 1টা 15 মিনিট) অনুষ্ঠান বয়কট করলেন ভিনিসিয়াস-সহ নমিনেশন পাওয়া অন্য়ান্য 'লস ব্ল্যাঙ্কোস' ফুটবলাররাও ৷ সবমিলিয়ে বিতর্ক গায়ে মেখেই 2018 সালের পর প্রথম মিডফিল্ডার হিসেবে ব্যালন ডি'অরে নাম তুললেন রদ্রি ৷

গত মরশুমের সেরা মহিলা ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর জিতলেন বার্সেলোনার আইতানা বোনমাতি ৷ স্প্য়ানিশ এই মিডফিল্ডারের দ্বিতীয় ব্যালন ডি'অর এটি ৷ যতই সিদ্ধান্তে বিতর্ক মিশে থাকুক না কেন, গত মরশুমে ক্লাব এবং দেশের জার্সিতে রদ্রির উজ্জ্বল উপস্থিতি মোটেই অবহেলা করার মত নয় ৷ 2018 লুকা মদ্রিচের পর প্রথম মিডফিল্ডার হিসেবে ব্যালন ডি'অর ছিনিয়ে নিলেন রদ্রি ৷ সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে 14টি অ্যাসিস্ট ও 10টি গোল করে মেজর এই খেতাব জিতে নিলেন গত মরশুমে সিটির হয়ে প্রিমিয়র লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং দেশের হয়ে ইউরো জেতা রদ্রি ৷

পুরস্কার হাতে বোনমাতি (AP Photo)

একনজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা:

  • ব্যালন ডি'অর (পুরুষ)- রদ্রি (স্পেন/ম্যান সিটি)
  • ব্যালন ডি'অর (মহিলা)- আইতানা বোনমাতি (স্পেন/বার্সেলোনা)
  • সেরা কোচ (পুরুষ)- কার্লো আন্সেলোত্তি (রিয়াল মাদ্রিদ)
  • সেরা কোচ (মহিলা)- এমা হায়েস (যুক্তরাষ্ট্র ফুটবল দল)
  • সর্বোচ্চ গোলস্কোরার- কিলিয়ান এমবাপে (ফ্রান্স/ পিএসজি) হ্যারি কেন (ইংল্যান্ড/বায়ার্ন মিউনিখ) 52 গোল
  • সেরা তরুণ প্রতিভা- ল্যামিন ইয়ামাল (স্পেন/ বার্সেলোনা)
ল্যামিন ইয়ামাল (AP Photo)
  • সেরা গোলরক্ষক- এমি মার্তিনেজ (আর্জেন্তিনা/ অ্যাস্টন ভিলা)
  • সেরা পুরুষ দল- রিয়াল মাদ্রিদ
  • সেরা মহিলা দল- বার্সেলোনা
  1. ওয়েস্ট হ্য়ামের কাছে হারের পর ছাঁটাই কোচ, ম্যান ইউয়ে শেষ টেন হ্য়াগ অধ্য়ায়
  2. শেষ মুহূর্তে পেনাল্টি হজম, বিতর্কিত সিদ্ধান্তে আবার হারল ম্যান ইউ

ABOUT THE AUTHOR

...view details