পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'মোহনবাগান রত্ন' পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়, বর্ষসেরা ফুটবলার পেত্রাতোস - Sourav Ganguly - SOURAV GANGULY

Mohun Bagan Ratna Award: প্রতিষ্ঠা দিবসে মোহনবাগান রত্ন পুরস্কার তুলে দেওয়া হবে দলেরই প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে ৷ সেইসঙ্গে সেরা ফুটবলারের সম্মান দিমিত্রি পেত্রাতোসের হাতে তুলে দেওয়া হবে ৷

Mohun Bagan Ratna Award
সৌরভ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 5:57 PM IST

Updated : Jul 18, 2024, 6:26 PM IST

কলকাতা, 18 জুলাই: এবারের 'মোহনবাগান রত্ন' পাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ন'বছর মোহনবাগানের হয়ে ক্রিকেট খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ সবুজ-মেরুন জার্সিতে তাঁর অবদানের কথা মাথায় রেখে সৌরভকে এবারে মোহনবাগান রত্ন দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আগামী 29 জুলাই মোহনবাগান দিবসে উপস্থিত থেকে সম্মান গ্রহণ করবেন 'মহারাজ'। বৃহস্পতিবার বাগান সচিব দেবাশিস দত্ত জানান, সবথেকে কম সময় আলোচনা হয়েছে ৷ এই বিষয়ে সৌরভকে নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়।

দেবাশিস দত্তর বক্তব্য (ইটিভি ভারত)

ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, 29 জুলাই আগামী মরশুমের সিনিয়র স্কোয়াড ঘোষণা করবে মোহনবাগান ৷ মনে করা হচ্ছে, সেদিনই নয়া বিদেশি জেমি ম্যাকলারেনের নামও ঘোষিত হবে সবুজ-মেরুনের তরফে ৷ মেলবোর্ন সিটি এফসি'র সঙ্গে সম্পর্ক চুকিয়ে আগামী মরশুমে বাগানে যোগ দিচ্ছেন তিনি ৷ মজার ব্যাপার হল 29 জুলাই, ম্যাকলারেনের জন্মদিনও বটে ৷ ওইদিনই মোহনবাগান ক্লাবের সিনিয়র দল প্র্যাকটিস শুরু করবে ৷ মঙ্গলবারই এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে ক্লাবের তরফে ৷

একনজরে দেখে নিন 29 জুলাই কাদের হাতে উঠবে পুরস্কার-

  • জীবনকৃতি সম্মান পাচ্ছেন বিমল মুখোপাধ্যায় ৷
  • সেরা ফুটবলার (শিবদাস ভাদুড়ী পুরস্কার) দিমিত্রি পেত্রাতোস ৷
  • সেরা ক্রিকেটার (অরুণ লাল পুরস্কার) অভিলিন ঘোষ ৷
  • সেরা ক্রীড়া সাংবাদিক (মতি নন্দী পুরস্কার) দেবাশিস দত্ত ৷
  • সেরা স্ট্রাইকার (সুভাষ ভৌমিক পুরস্কার) মনবীর সিং ৷
  • সুহেল আহমেদ ভাট হচ্ছেন সেরা যুব ফুটবলার ৷
  • সেরা অ্যাথলিট (প্রণব ব্যানার্জী পুরস্কার) করুণাময় মাহাতো ৷
  • বর্ষসেরা হকি প্লেয়ার (কেশব দত্ত পুরস্কার) সৌরভ পাশিন ৷
  • সেরা সমর্থক (উমাকান্ত পালোধি পুরস্কার) বাপি মাঝি ও অজয় পাশওয়ান।
  • সেরা রেফারি সম্মান (প্রতুল চক্রবর্তী পুরস্কার) দিলীপ সেন ৷
Last Updated : Jul 18, 2024, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details