কলকাতা, 18 ডিসেম্বর: বিরাটকে আরও ধৈর্য ধরতে হবে । ঝুলন গোস্বামী নামাঙ্কিত ইডেনের স্ট্যান্ডের উদ্বোধনের প্রাথমিক পর্বে যোগ দিয়ে বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় । বর্ডার গাভাসকার ট্রফিতে সময়টা ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার । পারথে দুর্দান্ত শুরুর পর আচমকাই ছন্দপতন । তৃতীয় টেস্টে মান বাঁচিয়েছে বৃষ্টি ৷
বারবার ব্যাটাররা ব্যর্থ হচ্ছেন । জসপ্রীত বুমরা বাদে বাকি বোলাররাও ছন্দে নেই । সাহায্য করতে পারছেন না মহম্মদ সিরাজ-আকাশদীপরা । গাব্বায় বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনে বাংলার আকাশদীপের ব্যাটে কোনওরকমে ফলো-অন বাঁচিয়েছে রোহিত শর্মার ভারত । আকাশের লড়াই পছন্দ হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও ।
ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের লনে কিংবদন্তি ঝুলন গোস্বামী ও ভারতীয় সেনার প্রয়াত কর্নেল এনজে নায়ারের নামে স্ট্যান্ডের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল । আগামি 22 জানুয়ারি ইডেনে রয়েছে ভারত বনাম ইংল্যান্ডের আন্তর্জাতিক টি-20 ম্যাচ । সেই ম্যাচের আগেই আনুষ্ঠানিকভাবে দুই স্ট্যান্ডের উদ্বোধন হবে । অনুষ্ঠানে হাজির হয়ে সৌরভ টিম ইন্ডিয়ার মিশন অস্ট্রেলিয়া নিয়ে মুখ খুলেছেন । মহারাজ বলছেন, ‘‘আমি নিশ্চিত ভারত সিরিজের বাকি দুই টেস্টে ঘুরে দাঁড়াবে । কিন্তু তার জন্য ব্যাটারদের রান করতেই হবে ।’’
টিম ইন্ডিয়ার ব্যাটারদের রানে ফেরার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে দলের দুই সেরা ক্রিকেটার অধিনায়ক রোহিত ও বিরাট কোহলির ফর্মে না-থাকা । অনিশ্চয়তার সরণিতে বারবার আউট হচ্ছেন বিরাট । সমস্যাটা কী হচ্ছে কোহলির ? প্রশ্নের জবাবে সৌরভ বলছেন, ‘‘কোহলিকে আরও ধৈর্য ধরতেই হবে । অজি পেসাররা অফস্টাম্পের লাইনে বল করবে, এটাই স্বাভাবিক । কিন্তু সেই চ্যালেঞ্জের সঙ্গে ওকেই মোকাবিলা করতে হবে । বিরাট জানে কীভাবে রানে ফিরতে হয় । মনে রাখবেন, পারথে ও শতরান করেছিল । আমি নিশ্চিত সিরিজের বাকি দুই টেস্টেও বড় রান করবে ও ।’’