হারারে, 5 জুলাই: টি20 আন্তর্জাতিকে এক নতুন অধ্যায় শুরু করল ভারতীয় ক্রিকেট ৷ ক্রিকেটের এই চটজলদি ফরম্যাটে দেশকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর পর, অবসরে চলে গেছেন ভারতের দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷ তাঁদের সঙ্গেই ক্রিকেটের সফর শুরু করা রবীন্দ্র জাদেজাও অবসর ঘোষণা করেছেন ৷ সেই সঙ্গে টি-20 ফরম্যাটে ভারতীয় ক্রিকেটে একটা যুগের অবসান হল ৷ সঙ্গে শুরু হল, নতুন এক সফরের ৷ যার নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে চিহ্নিত শুভমন গিল ৷
6 জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলতে নামছে ভারত ৷ শুভমনের নেতৃত্বে যে 15 জনের দল এই সিরিজে খেলবেন, তাঁরা সকলেই মাস দু’য়েক আগে শেষ হওয়া আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন ৷ অভিষেক শর্মা, রিয়ান পরাগ, রুতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিংয়ের মতো তরুণদের নিয়ে এই দল তৈরি করা হয়েছে ৷ প্রতিপক্ষ জিম্বাবোয়ে তুলনামূলকভাবে দুর্বল হলেও, টি-20 ফরম্যাটে কোনও দলকেই যে হালকাভাবে নেওয়া যাবে না, তা প্রমাণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷