পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জিম্বাবোয়ের বিরুদ্ধে সফর শুরু বিরাট-রোহিতহীন তারুণ্যে ভরা ভারতীয় দলের - Zimbabwe vs India T20I - ZIMBABWE VS INDIA T20I

Zimbabwe vs India T20I: আগামিকাল থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলবে ভারতীয় দল ৷ শুভমান গিলের নেতৃত্বে পুরোপুরি এক নতুন দল এই সিরিজের খেলতে নামছে ৷ টি20 আন্তর্জাতিকে ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা বলা হচ্ছে এই সিরিজকে ৷

ETV BHARAT
শুভমন গিলের নেতৃত্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি20 সিরিজ ভারতীয় দলের ৷ (ছবি- বিসিসিআই এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 6:18 PM IST

হারারে, 5 জুলাই: টি20 আন্তর্জাতিকে এক নতুন অধ্যায় শুরু করল ভারতীয় ক্রিকেট ৷ ক্রিকেটের এই চটজলদি ফরম্যাটে দেশকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর পর, অবসরে চলে গেছেন ভারতের দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷ তাঁদের সঙ্গেই ক্রিকেটের সফর শুরু করা রবীন্দ্র জাদেজাও অবসর ঘোষণা করেছেন ৷ সেই সঙ্গে টি-20 ফরম্যাটে ভারতীয় ক্রিকেটে একটা যুগের অবসান হল ৷ সঙ্গে শুরু হল, নতুন এক সফরের ৷ যার নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে চিহ্নিত শুভমন গিল ৷

6 জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলতে নামছে ভারত ৷ শুভমনের নেতৃত্বে যে 15 জনের দল এই সিরিজে খেলবেন, তাঁরা সকলেই মাস দু’য়েক আগে শেষ হওয়া আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন ৷ অভিষেক শর্মা, রিয়ান পরাগ, রুতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিংয়ের মতো তরুণদের নিয়ে এই দল তৈরি করা হয়েছে ৷ প্রতিপক্ষ জিম্বাবোয়ে তুলনামূলকভাবে দুর্বল হলেও, টি-20 ফরম্যাটে কোনও দলকেই যে হালকাভাবে নেওয়া যাবে না, তা প্রমাণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

তাই সিকন্দর রাজার মতো অভিজ্ঞ টি-20 খেলোয়াড়ের নেতৃত্বাধীন জিম্বাবোয়েকে মোটেই হালকাভাবে নেওয়ার ভুল করা যাবে না ৷ তবে, জোনাথন ক্যাম্পবেল এবং তেন্দাই চাতারা ছাড়া তেমন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার জিম্বাবোয়ে শিবিরেও নেই ৷ কিন্তু, টি-20 ফরম্যাটে অভিজ্ঞতা না-থাকলেও, স্কিল দিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যায় বলেই মনে করে বিশেষজ্ঞদের একাংশ ৷ সেক্ষেত্রে শনিবার অজানা জিম্বাবোয়ের বিরুদ্ধে শুভমনের ভারতীয় দলের স্ট্র্যাটেজি কী হবে ? সেটাই দেখার ৷

এই সিরিজে ভারতীয় দলের কোচিং ও সাপোর্ট স্টাফরাও একেবারেই নতুন ৷ এনসিএ চেয়ারম্যান হিসেবে ভিভিএস লক্ষ্মণ শুভমনদের কোচ হিসেবে গিয়েছেন ৷ সঙ্গে সাইরাজ বাহুতুলে-সহ অন্যান্যরা রয়েছেন ৷ রাহুল দ্রাবিড় কোচ হিসেবে তাঁর শেষ টুর্নামেন্টে ভারতকে সাফল্য এনে দিয়েছেন ৷ এবার নতুন কোচ এবং তাঁর নতুন কোচিং স্টাফ আসবে ৷ যা খুব শীঘ্রই ঘোষণা করবে বিসিসিআই ৷ তার আগে তারুণ্যে ভরা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের দিকে নজর থাকবে সকলের ৷

ABOUT THE AUTHOR

...view details