চেন্নাই, 19 সেপ্টেম্বর: চেন্নাই টেস্টে তরুণ বাংলাদেশ পেসার হাসান মাহমুদের গতিতে পরাস্ত হয়েছে ভারতীয় দলের টপ ব্যাটিং অর্ডার ৷ বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথম সেশনে রোহিত শর্মা, বিরাট কোহলির পাশাপাশি শুভমন গিলকে প্য়াভিলিয়নে ফেরান মাহমুদ ৷ আট বল খেলে 0 রানে প্যাভিলিয়নে ফেরেন পঞ্জাব ব্যাটার ৷ আর সেইসঙ্গে বিরাট কোহলির এক অযাচিত নজিরের সঙ্গে জুড়ে গেল গিলের নাম ৷
ষষ্ঠ ভারতীয় টেস্ট ব্য়াটার হিসেবে একই বছরে ঘরের মাটিতে অন্তত তিনবার শূন্য রানে আউট হওয়ার নজির গড়লেন তিনি ৷ একই ক্য়ালেন্ডার বর্ষে পাঁচবার শূন্য রানে আউট হয়ে তালিকার শীর্ষে রয়েছেন মহিন্দর অমরনাথ (1983), এরপর রয়েছেন মনসুর আলি খান পতৌদি (1969), দিলীপ বেঙ্গসরকর (1979), বিনোদ কাম্বলি (1994) ৷ বিরাট কোহলির ঝুলিতে এই অযাচিত রেকর্ড এসেছিল তিন বছর আগে ৷