নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: ফের একবার চোটের কারণে মাঠের বাইরে যেতে হতে পারে শ্রেয়স আইয়ারকে ৷ বিসিসিআইয়ের একটি সূত্রকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ৷ জানা গিয়েছে, পিঠের পেশিতে ফের টান লেগেছে তাঁর ৷ সঙ্গে কুচকির পেশিতেও টান ধরেছে ৷ ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের বাকি তিন ম্যাচে শ্রেয়সকে পাওয়া যাবে না ৷
চলতি সিরিজে একেবারই রান পাচ্ছেন না শ্রেয়স আইয়ার ৷ 29 বছরের মিডল-অর্ডার ব্যাটার একাধিকবার সেট হয়েও উইকেট দিয়ে এসেছেন ৷ সিরিজের দুই টেস্টের চার ইনিংসে 35, 13, 27 ও 29 রান করেছেন শ্রেয়স ৷ যা নিয়ে হাজারো সমালোচনাও হয়েছে ৷ আর তারই মধ্যে এবার চোটের কারণে, আগামী তিন ম্যাচে দলে তাঁকে নির্বাচন নাও করা হতে পারে ৷ বিসিসিআই-এর এক সূত্রকে উল্লেখ করে পিটিআই লিখেছে, "ও পিঠে টান ধরার কথা জানিয়েছে ৷"
উল্লেখ্য, ভারতীয় দল ইতিমধ্যে কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজার চোট সমস্যা নিয়ে ভুগছে ৷ জাদেজা কবে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন ? সে নিয়ে সংশয় রয়েছে ৷ আর কেএল রাহুল আপাতত দ্বিতীয় টেস্টের জন্য বাইরে গেলেও, রাজকোটে তিন নম্বর টেস্টে ফিরবেন কি না, সে নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ৷ এমনকী প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম দুই টেস্টে খেলেননি বিরাট কোহলি ৷ রাজকোট এবং রাঁচি টেস্টেও বিরাটের খেলা নিয়ে সংশয় রয়েছে ৷ আর এবার শ্রেয়স আইয়ার বাদের খাতায় পড়তে চলেছেন ৷