পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্রিকেট মাঠে ফের বিতর্কে শাহরুখ, ইডেনের হসপিটালিটি বক্সে ধূমপানরত 'জওয়ান'! - SRK Smoked at Eden Gardens

SRK Smoked at Eden Gardens in IPL: ফের একবার বিতর্কে বলিউডের কিং খান ৷ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে এসে আইপিএল-এর 'টিকিট টার্মস অ্যান্ড কনডিশন'-এর 11 নম্বর রুল ভাঙলেন তিনি ৷ হসপিটালিটি বক্সে ধূমপান করতে দেখা গেল তাঁকে ৷

Image Courtesy: X Handle
Image Courtesy: X Handle

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 2:19 PM IST

Updated : Mar 24, 2024, 2:31 PM IST

কলকাতা, 24 মার্চ: তিনি বলিউডের বেতাজ 'বাদশা' শাহরুখ খান ৷ দেশে ও বিদেশে আট থেকে আশি তাঁর অনুরাগীর সংখ্যা অগণিত ৷ বলা হয়, তাঁর নামটাই নাকি যথেষ্ঠ মন ভালো করতে ৷ অনেকেই তাঁকে আদর্শ মনে করেন ৷ কিন্তু, সেই আদর্শই যখন নিয়মকে বুড়ো আঙুল দেখান, তখন কী সঠিক বার্তা যাবে সমাজে ? শনিবার রাতে ইডেন গার্ডেন্সের হসপিটালিটি বক্সে শাহরুখ খানের ধূমপান করার ভাইরাল ভিডিয়ো, সেই প্রশ্নই তুলে দিল ৷

আইপিএল সিজন 17-তে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ দেখতে ইডেন গার্ডেন্স উপস্থিত ছিলেন 'পাঠান' ৷ টানটান উত্তেজনায় ভরা সেই ম্যাচ শেষ বলে 4 রানে জেতে নাইটরা ৷ ম্যাচ শেষে খুশির হাওয়া নাইট শিবিরে ৷ কিন্তু, যাকে বলে 'এক বালতি জলে, এক ফোঁটা চোনা' ৷ লাইভ টিভি ক্যামেরায় শাহরুখের ধূমপানের ছবি সেই কাজটাই করেছে ৷ সেই সময় কেকেআরের ব্যাটিং চলছিল ৷ ফিল সল্ট এবং রমনদ্বীপ সিং ব্যাটিং করছিলেন ৷ নাইটদের তখন 4 উইকেট পড়ে গিয়েছে ৷ সেই সময় ইডেনের হসপিটালিটি বক্সে থাকা শাহরুখ খানকে ক্যামেরাবন্দি করে টিভি ক্যামেরা ৷ সেখানেই দেখা যায়, হসপিটালিটি বক্সের ভিতরে ধূমপান করছেন তিনি ৷

ভাইরাল ইডেন গার্ডেন্সে শাহরুখ খানের ধূমপানের ছবি ৷ (ছবি সূত্র- এক্স হ্যান্ডেল)

শাহরুখ খান যে ধূমপান করেন, তা বলিউড এবং তাঁর ভক্তমহলে ওপেন-সিক্রেট ৷ কিন্তু, ক্রিকেট মাঠে, তাও আবার প্রকাশ্যে কোনও স্পোর্টস চ্যানেলের ক্যামেরার সামনে ! একজন ইন্টারন্যাশনাল আইকনের থেকে এমন আচরণ কি কাম্য ? প্রশ্ন থেকেই যাই ৷ এ তো গেল, নীতির কথা ৷ কিন্তু, আইপিএলের নিয়ম কী বলছে ? 'টিকিট টার্মস অ্যান্ড কনডিশনস - টাটা আইপিএল 24' এর নিয়ম বলছে স্টেডিয়ামের কোথাও ধূমপান করা যাবে না ৷ 'টিকিট টার্মস অ্যান্ড কনডিশনস'-এর অর্থ হল, আইপিএলের ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রবেশাধিকার পেতে হলে, সেই সব নিয়মবিধি মেনে চলতে হবে ৷

নিয়মাবলী-

সোশাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খানের ধূমপানের ছবি ৷ (ছবি সূত্র- এক্স হ্যান্ডেল)

এই নিয়মটি 11 নম্বর পয়েন্ট ইংরেজিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, 'স্টেডিয়ামের ভিতরে ধূপমানের অনুমতি নেই' ৷ এমনকি নিয়মবিধির 9 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, "বোতল, লাইটারস, টিন বা ক্যান বাদ্যযন্ত্র, দাহ্যপদার্থ... যা বিপজ্জনক অথবা অন্য কোনও ব্যক্তির জন্য বিরক্তির উদ্রেক করতে পারে, এমন জিনিস নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না ৷" এমনটা হলে আয়োজকরা সেই সব জিনিস বাজেয়াপ্ত করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে নিয়মবিধির 10 নম্বর পয়েন্টে ৷ ফলে এক্ষেত্রে আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ৷

সোশাল মিডিয়ায় ভাইরাল ইডেন গার্ডেন্সে শাহরুখ খানের ধূমপানের ছবি ৷ (ছবি সূত্র- এক্স হ্যান্ডেল)

সোশাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে ৷ একজন বিখ্যাত ব্যক্তি এবং সমাজে যার প্রভাব ব্যাপক, সেই শাহরুখ খানের এই আচরণ ভালোভাবে নেয়নি সোশাল মিডিয়া ব্যবহারকারী একাংশ ৷ উল্লেখ্য, 2012 সালে যে বার কেকেআর প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয় ৷ সেবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর, মদ্যপ অবস্থায় নিরাপত্তারক্ষীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছিল শাহরুখ খানের বিরুদ্ধে ৷ যে ঘটনা ক্রীড়া তথা চলচ্চিত্র জগতে হইচই ফেলে দেয় ৷ 5 বছরের জন্য শাহরুখের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ যদিও, তারপরেও শাহরুখ ওয়াংখেড়েতে কোনওদিন যাননি ৷

আরও পড়ুন:

  1. মোতেরায় প্লে-অফস, মহারণ কোথায় ? আইপিএল ফাইনালের দিনক্ষণ ঘোষণা বোর্ডের
  2. মেগা ম্যাচে মুম্বইয়ের সামনে গুজরাট, প্রত্যাবর্তনই লক্ষ্য ‘ঘরশত্রু’ পান্ডিয়ার
  3. স্টার্ক-কামিন্সের মঞ্চে উজ্জ্বল রানা-সুয়শ, হায়দরাবাদ 'বধ' করে অভিযান শুরু কলকাতার
Last Updated : Mar 24, 2024, 2:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details