পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শাকারি, ফ্রেসার নাকি অন্য কেউ? বিশ্বের দ্রুততম মানবী কে; জানা যাবে আজ রাতেই - PARIS OLYMPICS 2024

WOMEN'S 100M FINAL: নিষিদ্ধ কেমিক্যাল সেবনের দায়ে টোকিয়োয় অংশগ্রহণ করতে না-পারা শাকারি রিচার্ডসন কি প্যারিসে পোডিয়াম শীর্ষে ফিনিশ করবেন? নাকি কেরিয়ারের শেষ অলিম্পিক্সে তৃতীয় সোনা আসবে ফ্রেসার প্রাইসের? বিশ্বের দ্রুততম মানবী কে, জানা যাবে আজ ৷

WOMENS 100M FINAL
মহিলাদের 100 মিটারের ফাইনাল আজ (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 3, 2024, 1:02 PM IST

প্যারিস, 3 অগস্ট:মূত্রের নমুনায় গাঁজার কেমিক্যালের উপস্থিতির কারণে নির্বাসন ৷ আর তার জেরে টোকিয়ো অলিম্পিক্সে অংশগ্রহণ করতে না-পারা শাকারি রিচার্ডসনের দিকে নজর শনিবার ৷ কারণ, বিশ্বের দ্রুততম মানবী হওয়ার লক্ষ্যে শনিবার ট্র্যাকে নামছেন ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন ৷

10.65 সেকেন্ডে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনার পদক গলায় ঝোলানো শাকারি অলিম্পিক্স আত্মপ্রকাশে পরিষ্কার ফেভারিট ৷ শনিবার ফাইনালের আগে শুক্রবারই যদিও যুক্তরাষ্ট্র স্প্রিন্টারের উপস্থিতি টের পেয়েছে প্যারিস ৷ বছরের দ্রুততম মানবী যদিও শুক্রবার অলিম্পিক্সে তাঁর প্রথম উপস্থিতিতে সেরাটা লুকিয়ে রাখলেন খুব স্বাভাবিকভাবেই ৷ তাঁর ব্যক্তিগত সেরা থেকে অনেকটাই পিছনে থেকে হিটে শেষ করলেন তিনি ৷

সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পথে শাকারি সময় নিলেন 10.94 সেকেন্ড ৷ হিটে নেওয়া সময়ের ভিত্তিতে সামগ্রিকভাবে চতুর্থ দ্রুততম ছিলেন যুক্তরাষ্ট্রের নয়া স্প্রিন্ট সেনসেশন ৷ হিটে তাঁর আগে শেষ করা প্রথম তিন স্প্রিন্টার হলেন যথাক্রমে আইভরি কোস্টের মেরি জোস তা লু স্মিথ, জামাইকার শেলি আন ফ্রেসার প্রাইস এবং যুক্তরাজ্যের ডারিল নেইটা ৷

মনে করা হচ্ছে, শনিবাসরীয় ফাইনালে শাকারির মূল প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন এরাই ৷ এর মধ্যে জামাইকান কিংবদন্তি ফ্রেসার প্রাইস তাঁর শেষ অলিম্পিক্সে নামার আগে হুঙ্কার দিয়েই রেখেছিলেন ৷ স্তেদ দি ফ্রান্সে শুক্রবার 10 বারের চ্যাম্পিয়ন ফ্রেসার শেষ করেছেন শাকারির আগেই ৷ পরবর্তী রাউন্ডে যেতে তিনি সময় নিয়েছেন 10.92 সেকেন্ড ৷

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আগের চারটি অলিম্পিক্সেই পোডিয়াম ফিনিশ করেছেন প্রাইস ৷ এর মধ্যে 2008 এবং 2012 সালে সোনা এসেছিল জামাইকানের ঝুলিতে ৷ স্বাভাবিকভাবেই কেরিয়ারের শেষ অলিম্পিক্সে মরণকামড় দিয়ে যাবেন প্রাইস ৷ সেই কামড় এড়িয়ে কি ফেভারিট তকমায় সিলমোহর দিতে পারবেন শাকারি, নাকি বিশ্বের দ্রুততম মানবী হন নতুন কেউ? উত্তর মিলবে আজ রাতেই ৷ ভারতীয় সময় শনিবার রাত 11টা 20 মিনিটে মহিলাদের 100 মিটারের সেমিফাইনাল ৷ ফাইনাল অনুষ্ঠিত হবে রাত 12টা 25 মিনিটে ৷

প্যারিসে ইতিহাস গড়ে সেমিতে লক্ষ্য, পদক জিততে দরকার আর একটি জয়

ABOUT THE AUTHOR

...view details