পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোন পথে আসবে জয়? ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে মরিয়া ডু’প্লেসিরা - IPL 2024 - IPL 2024

IPL 2024: পরপর 4 ম্যাচ হেরে অথৈ জলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ এবার ঘরের মাঠে ফাফ ডু’প্লেসিসদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ৷ যাদের ঘর আরসিবির থেকে অনেক বেশি গোছানো ৷ কীভাবে অরেঞ্জ আর্মির বিরুদ্ধে জয় আসবে ? তারই উত্তর খুঁজছে আরসিবি টিম ম্যানেজমেন্ট ৷

Image Courtesy: RCB and SRH X
Image Courtesy: RCB and SRH X

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 2:12 PM IST

বেঙ্গালুরু, 15 এপ্রিল: ঘরের মাঠ হোক বা অ্যাওয়ে ম্যাচ ৷ পরপর চার ম্যাচ হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে দুই এখন সমার্থক ৷ কোনওভাবে, যে কোনও মূল্যে একটা আশার আলোর সন্ধান করছে আরসিবি টিম ম্যানেজমেন্ট ৷ বিশেষত, বোলিং ও ফিল্ডিং বিভাগে ৷ দেড়শো হোক বা দু’শো, কোনও রানই আরসিবি বোলিংয়ের সামনে কঠিন টার্গেট হচ্ছে না প্রতিপক্ষের কাছে ৷ এখানেই অধিনায়ক ফাফ ডু’প্লেসিসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে ৷

সোমবার ঘরের মাঠে সিজনের সপ্তম ম্যাচ খেলতে নামবে আরসিবি ৷ অর্থাৎ, অর্ধেক মরশুম প্রায় শেষের পথে বিরাট কোহলিদের ৷ যেখানে তাদের হাতে একটি মাত্র জয় এসেছে 6 ম্যাচ খেলে ৷ টুর্নামেন্টের শুরুতে সিএসকের বিরুদ্ধে হার দিয়ে শুরু করেছিল ৷ পরের ম্যাচে ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের মুখ দেখে রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ কিন্তু, সেখানেই জয়ের দৌড়ে ইতি পড়ে যায় ৷ স্কোরবোর্ডে বড় রান তুলেও, তা ডিফেন্ড করতে ব্যর্থ হচ্ছেন আরসিবির বোলাররা ৷

বিশেষত, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে অধিনায়ক ডু'প্লেসি ছয় বোলার ব্যবহার করেছিলেন ৷ প্রত্যেকেই দশ বা তার বেশি রান ওভার প্রতি খরচ করেছেন ৷ একমাত্র আকাশদীপের বলে প্রতিপক্ষ ব্যাটাররা কিছুটা সমস্যায় পড়েছিলেন ৷ কিন্তু, এই সমস্যা টুর্নামেন্টের শুরু থেকে চলছে ৷ এমনকি মহম্মদ সিরাজের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে ৷ ভারতীয় দলের নিয়মিত এই পেসার ঠিক কী করতে চাইছেন, তা হয়তো তিনি নিজেও জানেন না ৷ ফিল্ডিংয়ের বিপরীতে বোলিং করা তাঁর অভ্যেস হয়ে গিয়েছে ৷

আর সঙ্গে জঘন্য গ্রাউন্ড ফিল্ডিং ৷ মাঠে ক্যাচ ফেলা তো রয়েছেই, একের বদলে দু’রান দেওয়া, ওভার-থ্রো, মিস ফিল্ডিংয়ে বাউন্ডারির মতো সমস্যা প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে ৷ কোথাও গিয়ে দিনের শেষে কী করতে হবে ? দলের কোনও ক্রিকেটারই তা জানেন বলে মনে হচ্ছে না ৷ আর এসবের মধ্যে একাকুম্ভ বিরাট কোহলি ৷ যিনি এই মরশুমে ইতিমধ্যে একটি সেঞ্চুরি ও দু’টি হাফ-সেঞ্চুরি ইনিংস খেলেছেন ৷ কিন্তু, উলটোদিক থেকে ভরসার তেমন কাউকেই পাচ্ছেন না বিরাট ৷ তবে, মুম্বইয়ের বিরুদ্ধে ফাফ ডু’প্লেসিস, রজত পাতিদার এবং দীনেশ কার্তিক রানে ফিরেছেন ৷

অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে ফুরফুরে পরিবেশ ৷ ওপেনার থেকে মিডল-অর্ডার, সবাই ফর্মে রয়েছেন ৷ প্রতি ম্যাচেই কেউ না কেউ বড় রান করছেন ৷ আর বোলিংয়েও এবারের আইপিএলের সেরা দলগুলি মধ্যে অন্যতম সানরাইজার্স হায়দরাবাদ ৷ ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স, টি নটরাজন এবং জয়দেব উনাদকটরা প্রতি ম্যাচেই এগিয়ে আসছেন বল হাতে ৷ ফলে আজ চিন্নাস্বামীর মাঠে হারের ধাক্কায় বিধ্বস্ত আরসিবির সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ৷

আরও পড়ুন:

  1. রোহিতের সেঞ্চুরি ফিকে করে ওয়াংখেড়েতে 'আইপিএল ক্লাসিকো' জয় চেন্নাইয়ের
  2. নববর্ষের দিন জয়ে ফিরল নাইটরা, সল্টের ব্যাটে লখনউকে হারিয়ে ইতিহাস কলকাতার

ABOUT THE AUTHOR

...view details