বেঙ্গালুরু, 15 এপ্রিল: ঘরের মাঠ হোক বা অ্যাওয়ে ম্যাচ ৷ পরপর চার ম্যাচ হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে দুই এখন সমার্থক ৷ কোনওভাবে, যে কোনও মূল্যে একটা আশার আলোর সন্ধান করছে আরসিবি টিম ম্যানেজমেন্ট ৷ বিশেষত, বোলিং ও ফিল্ডিং বিভাগে ৷ দেড়শো হোক বা দু’শো, কোনও রানই আরসিবি বোলিংয়ের সামনে কঠিন টার্গেট হচ্ছে না প্রতিপক্ষের কাছে ৷ এখানেই অধিনায়ক ফাফ ডু’প্লেসিসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে ৷
সোমবার ঘরের মাঠে সিজনের সপ্তম ম্যাচ খেলতে নামবে আরসিবি ৷ অর্থাৎ, অর্ধেক মরশুম প্রায় শেষের পথে বিরাট কোহলিদের ৷ যেখানে তাদের হাতে একটি মাত্র জয় এসেছে 6 ম্যাচ খেলে ৷ টুর্নামেন্টের শুরুতে সিএসকের বিরুদ্ধে হার দিয়ে শুরু করেছিল ৷ পরের ম্যাচে ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের মুখ দেখে রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ কিন্তু, সেখানেই জয়ের দৌড়ে ইতি পড়ে যায় ৷ স্কোরবোর্ডে বড় রান তুলেও, তা ডিফেন্ড করতে ব্যর্থ হচ্ছেন আরসিবির বোলাররা ৷
বিশেষত, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে অধিনায়ক ডু'প্লেসি ছয় বোলার ব্যবহার করেছিলেন ৷ প্রত্যেকেই দশ বা তার বেশি রান ওভার প্রতি খরচ করেছেন ৷ একমাত্র আকাশদীপের বলে প্রতিপক্ষ ব্যাটাররা কিছুটা সমস্যায় পড়েছিলেন ৷ কিন্তু, এই সমস্যা টুর্নামেন্টের শুরু থেকে চলছে ৷ এমনকি মহম্মদ সিরাজের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে ৷ ভারতীয় দলের নিয়মিত এই পেসার ঠিক কী করতে চাইছেন, তা হয়তো তিনি নিজেও জানেন না ৷ ফিল্ডিংয়ের বিপরীতে বোলিং করা তাঁর অভ্যেস হয়ে গিয়েছে ৷