দুবাই, 6 অক্টোবর: টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপ জয়ের পরই ৷ তাই 16 অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে হাতে রয়েছে কিছুটা সময় ৷ সেই বিরতি নিজেদের মত করে কাটাতে সস্ত্রীক বিদেশে ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ আবুধাবিতে চলছে 2024-25 এনবিএ'র প্রাক মরশুমের ম্য়াচ ৷ শুক্রবার প্রাক-মরশুমের শুরুতে মরুদেশে ছিল চাঁদের হাট ৷ আর সেই চাঁদের হাটের শরিক ছিলেন সস্ত্রীক রোহিত ৷
ডেনভার নাগেটসকে হারিয়ে প্রাক মরশুম ম্য়াচে জয় পেল বস্টন সেল্টিকস ৷ তবে ম্য়াচের ফলাফল ছাপিয়েও ক্য়ামেরার ফোকাস বারংবার গেল উপস্থিত অতিথিদের দিকে ৷ রোনাল্ডিনহো, থিয়েরি অঁরিদের মত ক্রীড়াজগতের তারকাদের সঙ্গে সেখানে আমন্ত্রিত ছিলেন মুম্বইকর ৷ উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক ইকের ক্যাসিয়াসও ৷ রোহিত যে রিয়াল মাদ্রিদের অন্ধ ভক্ত সে কথা অনুরাগীদের অজানা নয় ৷ পাশাপাশি ভারতে লা লিগার ব্র্যান্ড অ্য়াম্বাসেডরও তিনি ৷