পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাংলাদেশের বিরুদ্ধে জিতে আমিরশাহীতে রোহিত, দেখা হল রিয়াল মাদ্রিদ কিংবদন্তির সঙ্গে - ROHIT SHARMA - ROHIT SHARMA

ROHIT MEETS CASILLAS: নিউজিল্য়ান্ড সিরিজের আগে বিদেশে ছুটি কাটাচ্ছেন রোহিত ৷ আবুধাবিতে এক বিশেষ ইভেন্টে তাঁর দেখা প্রিয় ক্লাবের তারকার সঙ্গে ৷

ROHIT SHARMA
বিমানবন্দরে সস্ত্রীক রোহিত (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 6, 2024, 3:50 PM IST

দুবাই, 6 অক্টোবর: টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপ জয়ের পরই ৷ তাই 16 অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে হাতে রয়েছে কিছুটা সময় ৷ সেই বিরতি নিজেদের মত করে কাটাতে সস্ত্রীক বিদেশে ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ আবুধাবিতে চলছে 2024-25 এনবিএ'র প্রাক মরশুমের ম্য়াচ ৷ শুক্রবার প্রাক-মরশুমের শুরুতে মরুদেশে ছিল চাঁদের হাট ৷ আর সেই চাঁদের হাটের শরিক ছিলেন সস্ত্রীক রোহিত ৷

ডেনভার নাগেটসকে হারিয়ে প্রাক মরশুম ম্য়াচে জয় পেল বস্টন সেল্টিকস ৷ তবে ম্য়াচের ফলাফল ছাপিয়েও ক্য়ামেরার ফোকাস বারংবার গেল উপস্থিত অতিথিদের দিকে ৷ রোনাল্ডিনহো, থিয়েরি অঁরিদের মত ক্রীড়াজগতের তারকাদের সঙ্গে সেখানে আমন্ত্রিত ছিলেন মুম্বইকর ৷ উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক ইকের ক্যাসিয়াসও ৷ রোহিত যে রিয়াল মাদ্রিদের অন্ধ ভক্ত সে কথা অনুরাগীদের অজানা নয় ৷ পাশাপাশি ভারতে লা লিগার ব্র্যান্ড অ্য়াম্বাসেডরও তিনি ৷

সে যাইহোক, প্রিয় ক্লাবের তারকা গোলরক্ষককে সামনে মেয়ে এক ফ্রেমে আসার সুযোগ হাতছাড়া করেননি টি-20 বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক ৷ বিশ্বকাপ এবং ইউরোকাপ জয়ী স্পেনের অধিনায়কের সঙ্গে রোহিতের সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এছাড়া ম্যাচ চলাকালীন স্ত্রী রীতিকা সাজদের সঙ্গে ভারতের ক্রিকেট অধিনায়কের মিষ্টি মুহূর্ত ক্য়ামেরাবন্দি হয়েছে ৷

2020 সালে রিয়াল মাদ্রিদের হোমগ্রাউন্ড স্যান্তিয়াগো বার্নাব্যু পরিদর্শনে গিয়েছিলেন রোহিত ৷ সেখানে লস ব্ল্য়াঙ্কোস পরিবারের তরফে রোহিতকে বিশেষ জার্সি উপহার দেওয়া হয় ৷ অন্যদিকে, চলতি বছর আইসিসি ট্রফিজয়ের খরা কাটিয়ে ভারতকে টি-20 বিশ্বকাপ এনে দিয়েছেন রোহিত ৷ আগ্রাসী ব্যাটিংয়ের জন্য যিনি ক্রিকেটমহলে পরিচিত 'হিটম্যান' নামে ৷ যদিও ট্রফি জিতেই টি-20 কেরিয়ারে ইতি টেনেছেন তিনি ৷ সম্প্রতি রোহিতের নেতৃত্বেই ঘরের মাটিতে বাংলাদেশকে লাল বলের সিরিজে দুরমুশ করেছে ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details