পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের

Sourav Ganguly on Rishabh Pant: ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের ব্যাটন কাদের হাতে নিরাপদ ? যে প্রশ্নে বিরাটের পর, সেরা ব্যাটার হিসেবে ঋষভ পন্তের নাম নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সঙ্গে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ারের মতো তরুণদের আরও বেশি করে টেস্ট ক্রিকেটে মানিয়ে নেওয়ার কথা বললেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 4:24 PM IST

Updated : Jan 27, 2024, 5:25 PM IST

কোহলির পর সেরা ব্যাটার পন্ত

কলকাতা, 27 জানুয়ারি: সুনীল গাভাসকর, কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বের সেরারা ৷ পরবর্তী সময়ে মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়ককে পেয়েছে ভারতীয় ক্রিকেট ৷ আর তারপরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের ব্যাটন সামলাচ্ছেন ৷ তবে, আগামী কয়েকবছরে ফের সেই ব্যাটন হাতবদলের সময় হয়ে আসছে ৷ সেখানে কে বা কারা হতে পারেন বিরাট-রোহিতের বিকল্প ? এই প্রশ্নে, বিরাটের পরেই ঋষভ পন্তকে রাখছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

সৌরভের মতে, বিরাটের পরে সেরা ব্যাটার হলেন ঋষভ ৷ শনিবার শহরে নিজের একটি বায়োগ্রাফি প্রকাশের অনুষ্ঠানে গিয়ে এমনটাই মন্তব্য করলেন সৌরভ ৷ বিরাট-রোহিতের পর ভারতীয় ক্রিকেটের ব্যাটন সামলানোর যোগ্য কে ? এই প্রশ্নে সৌরভ বলেন, "আমার কাছে যস্বশী জয়সওয়াল অল-ফরম্যাট প্লেয়ার ৷ আমি অল-ফরম্যাট প্লেয়ার বলছি ৷ ঋষভ পন্ত যখন ফিট হয়ে আসবে, ও অনেক বড় প্লেয়ার ৷ হয়তো বিরাট কোহলির পরে সবচেয়ে সেরা ব্যাটসম্যান ৷" উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর হিসেবে ঋষভের সঙ্গে তাঁর সম্পর্ক আগাগোড়াই ভালো ৷ এমনকি এর আগেও অনেকবারই ঋষভের প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে ৷

কিন্তু, ভারত তথা বিশ্ব ক্রিকেটে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটারের সঙ্গে প্রায় একসারিতে এবার ঋষভকে বসিয়ে দিলেন সৌরভ ৷ যা বেশ অবাক করার মতোই ৷ তাঁর মতে, "বিরাট কোহলি একদিনে সেরা হননি ৷ সেখানে 15-16 বছরের প্রক্রিয়া চলেছে ৷ ঋষভের মধ্যেও সেই সম্ভাবনা রয়েছে ৷ শুধু একটা খারাপ সময় চলছে ৷ ফিরে এসে দারুণ পারফর্ম করবে ও ৷" পাশাপাশি যস্বশী জয়সওয়ালের প্রশংসাও করতে শোনা গেল তাঁকে ৷ ক্রিকেটের তিন ফরম্যাটেই বাঁ-হাতি ওপেনা ভবিষ্যতের তারকা বলে মনে করেন সৌরভ ৷

তবে, শুভমন গিল, শ্রেয়স আইয়ারদের টেস্ট ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে হবে বলেও জানান তিনি ৷ শুভমনকে টেস্টে ক্রিকেটে রান করতে হবে ৷ তবেই তিনি ভারতীয় দলে নিজের জায়গা পোক্ত করতে পারবেন বলে মনে করেন মহারাজ ৷ শ্রেয়সের ক্ষেত্রে সৌরভকে আরও একটু বেশি কঠোর শোনাল ৷ ঘরের মাঠের পাশাপাশি, বিদেশের মাটিতেও টেস্ট ক্রিকেটে মুম্বইকরকে রান করতে হবে বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

এই মুহূর্তে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে ভারত ৷ যার প্রথম টেস্ট চলছে ৷ আর যেখানে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে, ইংল্যান্ডের টেস্ট কোচ ব্র্যান্ডন ম্যাককুলামের আমদানি করা 'বাজবল' ৷ অর্থাৎ, টেস্টে আগ্রাসী ব্যাটিং ৷ যা নিয়ে সৌরভ বলেন, "ভারতের পিচে 'বাজবল' চলবে না ৷ ওটা ব্যাটিং উইকেটে কার্যকর হবে ৷ যেমন পাকিস্তানে হয়েছিল ৷ পাটা উইকেট ছিল ৷ কিন্তু, ভারতে ওইরকম উইকেট পাবে না ৷ এই টেস্টেই যেমন পিচে টার্ন আছে ৷"

তবে, ইংল্যান্ড চলতি সিরিজে একটি ম্যাচও জিততে পারবে বলে মনে করছেন না সৌরভ ৷ তবে, সিরিজের ফলাফল 5-0 হবে, না কি 4-0 তা নির্ভর করছে, ব্রিটিশ ক্রিকেটাররা কতটা ভারতীয় স্পিন আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারবে তার উপর ৷ মোটের উপর এই সিরিজে ইংল্যান্ড একপেশে হারবে বলেই মত সৌরভের ৷

আরও পড়ুন:

  1. 'সৌরভরা ঠিক সময় অন্যায় ধরিয়ে দিলে সংসারটা বাঁচত', কদর্য আক্রমণে শালীনতা ছাড়ালেন হাসিন
  2. চিন্নাস্বামীর নেটে ব্যাটিংয়ের ফাঁকে রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতলেন পন্ত
  3. সেঞ্চুরি হাতছাড়া জাদেজার, 200 রানের লিড নিতে ব্যর্থ টিম ইন্ডিয়া
Last Updated : Jan 27, 2024, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details