বেঙ্গালুরু, 19 অক্টোবর:তৃতীয় উইকেটে মূল্যবান 136 রান যোগ করে তৃতীয়দিনের শেষ বলে প্য়াভিলিয়নে ফিরেছিলেন বিরাট কোহলি ৷ তবে অপরাজিত ছিলেন তাঁর সঙ্গী সরফরাজ খান ৷ ঝোড়ো ব্যাটিংয়ে চতুর্থদিন মর্নিং সেশনে প্রথম টেস্ট শতরান পূর্ণ করেন মুম্বই ব্যাটার ৷ তবে শতরান মাঠে রেখে এলেন ঋষভ পন্ত ৷ দুরন্ত প্রত্যাবর্তন সত্ত্বেও চিন্নাস্বামীতে নিউজিল্যান্ডকে লড়াই করার মত লক্ষ্যমাত্রা ছুড়ে দিতে ব্যর্থ ভারতীয় দল ৷ ফলত চতুর্থদিনের শেষে হারের ভ্রূকুটি ভারতীয় শিবিরে ৷ পঞ্চমদিন ম্যাচ জিততে কিউয়িদের চাই 107 রান, আর ভারতরে দরকার 10টি উইকেট ৷
চতুর্থ উইকেটে এদিন সরফরাজ ও পন্তের জুটিতে ওঠে 177 রান ৷ দ্বিতীয় সেশনে দেড়শত রান পূর্ণ করার পর লম্বা হয়নি সরফরাজ খানের ইনিংস ৷ 150 রানে টিম সাউদির শিকার হন তিনি ৷ 18টি চার, তিনটি ছয় মেরে আউট হন মুম্বই ব্যাটার ৷ টেস্টে সপ্তম শতরান থেকে এক রান দূরে দাঁড়িয়ে উইলিয়াম ও'রুরকের গুড লেংথ ডেলিভারিতে প্লেড-অন হয়ে সাজঘরে ফিরতে হয় পন্তকে ৷ তবে আধা ফিট স্টাম্পার-ব্যাটারের 99 রানের ইনিংস এককথায় তারিফযোগ্য ৷