পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিত ভাই অনুপ্রেরণা, লখনউয়ের 'নবাব' হয়ে ঘোষণা পন্তের - RISHABH PANT

কলকাতায় অধিনায়ক ঘোষণা হয়ে গেল লখনউ সুপার জায়ান্টের ৷ 27 কোটির ঋষভ পন্তই লখনউয়ের নয়া 'নবাব' ৷

LUCKNOW SUPER GIANT
ঋষভের হাতে লখনউয়ের জার্সি তুলে দিচ্ছেন সঞ্জীল গোয়েঙ্কা ও জাহির খান (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Jan 20, 2025, 7:45 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: মোহনবাগান হোক কিংবা মুম্বই ইন্ডিয়ান্স, সফল যে কোনও দলের সাফল্যমন্ত্রে দীক্ষিত হতে রাজি লখনউ সুপার জায়ান্ট ৷ নয়া অধিনায়ক ঋষভ পন্তকে পাশে বসিয়ে সোমবার এমনটাই জানালেন লখনউ সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ৷ আসন্ন আইপিএল মরশুমের আগে এদিন কলকাতার গোয়েঙ্কা হাউসে ঘোষণা হয়ে গেল লখনউয়ের নয়া অধিনায়কের নাম ৷ প্রত্য়াশায় সিলমোহর দিয়ে আইপিএলের সর্বাধিক দামি ক্রিকেটারকেই 'নবাব' ঘোষণা করল লখনউ ফ্র্যাঞ্চাইজি ৷

আর অধিনায়ক নির্বাচিত হয়ে স্টাম্পার-ব্যাটার জানালেন, বহু অধিনায়কের থেকে অনেককিছু শেখার রয়েছে ৷ পাশাপাশি দলের সিনিয়র ক্রিকেটাররা তো রয়েইছে ৷ তবে নির্দিষ্টভাবে যদি কারও থেকে অধিনায়কত্ব নিয়ে যদি কিছু শিখতে হয় তাহলে প্রথম নামটা অবশ্য়ই রোহিত ভাই (রোহিত শর্মা) ৷ পন্তের কথায়, "রোহিত ভাই খুব ভালো জানে দলের কোনও ক্রিকেটারকে কীভাবে যত্ন করতে হবে ৷ আমিও অধিনায়ক হিসেবে মেনে চলি যে, কোনও ক্রিকেটারের উপর বিশ্বাস রাখলে এবং তাঁর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করলে সে এমনকিছু তোমায় ফেরত দেবে; যা অভাবনীয় ৷"

পন্তকে অধিনায়ক ঘোষণা লখনউ ফ্র্যাঞ্চাইজির (ETV Bharat)

লখনউয়ের অধিনায়ক ঘোষিত হয়ে চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ দিয়ে পন্ত বলেন, "আমার উপর বিশ্বাস রাখার জন্য সমগ্র এলএসজি ম্য়ানেজমেন্টকে আমার কৃতজ্ঞতা ৷ আমি কথা দিচ্ছি মাঠে 200 শতাংশ উজাড় করে দেব ৷ আমার ক্ষমতার মধ্যে থেকেই বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব ৷ নতুনভাবে শুরু করতে মুখিয়ে রয়েছি ৷" পাশাপাশি স্কোয়াড নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি ৷

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলএসজি মেন্টর জাহির খানও ৷ সঞ্জীব গোয়েঙ্কা এবং জাহির খান লখনউ সুপার জায়ান্টের জার্সি এদিন পন্তের হাতে তুলে দেন ৷ সঞ্জীব গোয়েঙ্কা জানান, এ বছর নয়া উদ্যম, নয়া আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে চলেছি আমরা ৷ আর সেই লক্ষ্যেই ঋষভ পন্তকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন ফ্র্য়াঞ্চাইজি চেয়ারম্যান ৷ উল্লেখ্য, 27 কোটি টাকায় 2025 আইপিএলের মেগা নিলামে পন্তকে দলে নিয়েছে এলএসজি ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details