রোম, 21 জুন: জার্মানির ভেল্টিন্স এরিনায় স্পেনের কাছে হারতে হয়েছে ইতালিকে ৷ ঠিক সেসময়েই ডাকাতির শিকার আজ্জুরিদের প্রাক্তন তারকা রবার্তো বাজ্জিও ৷ জানা গিয়েছে, ভিসেঞ্জায় নিজের বাড়িতে জাতীয় দলের খেলা দেখছিলেন 94-এর বিশ্বকাপের খলনায়ক ৷ তখনই তাঁর বাড়িতে হানা দেয় ডাকাতদল ৷ বন্দুকের ভয় দেখিয়ে ডাকাতি হয়, বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় ৷ আহত হয়ে হাসপাতালে ভর্তি বাজ্জিও ৷
ইতালির সংবাদমাধ্যম সূত্রে খবর, নর্দান সিটির ভিসেঞ্জায় থাকেন বাজ্জিও ৷ রাত 10টা নাগাদ বাড়িতে ইতালি-স্পেনের ইউরোর লড়াই দেখছিলেন ৷ সেসময়ই প্রায় 5 জন বন্দুকধারী ডাকাত তাঁর বাড়িতে ঢোকে ৷ আজ্জুরিদের প্রাক্তন তারকা বাধা দিলে বন্দুকের বাট দিয়ে তাঁর মাথায় আঘাত করে এক ডাকাত ৷ 57 বছর বয়সি বাজ্জিওকে ঘরে বন্ধ করে দিয়ে গয়না, দামি ঘড়ি ও নগদ টাকা নিয়ে পালায় ডাকাতরা ৷