মুম্বই, 1 নভেম্বর:সিরিজ হাতছাড়া হয়েছে আগেই ৷ শুক্রবার ওয়াংখেড়ে সম্মানরক্ষার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতবাহিনী প্রথম থেকেই দাপট দেখিয়ে চলেছে ৷ প্রথম ইনিংসে 5টি উইকেট তুলে নিয়ে কিউয়িদের অল্প রানে বেঁধে রাখেন রবীন্দ্র জাদেজা ৷ সেই সঙ্গে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে উইকেট শিকারের নিরিখে প্রথম পাঁচের এলিট ক্লাবে ঢুকে পড়েন ভারতীয় অলরাউন্ডার ৷ ছাপিয়ে যান ইশান্ত শর্মাকে ৷
পঞ্চম স্থানে থাকা জাড্ডুর সংগ্রহ 312টি উইকেট। জাহির খান এবং ইশান্ত শর্মার 311টি উইকেটের রেকর্ড এদিন টপকে দেন জাদেজা ৷ এর ফলে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় প্রথম পাঁচে নম্বরে ঢুকে পড়েন জাড্ডু ৷ আর আগে রয়েছেন যথাক্রমে অনিল কুম্বলে, রবীচন্দ্রন অশ্বিন, কপিল দেব ও হরভজন সিং ৷
একনজরে টেস্টে ভারতীয় বোলারদের এলিট তালিকা
- অনিল কুম্বলে- 132টি ম্যাচে 619টি উইকেট নিয়েছেন ৷ তারমধ্যে ইনিংসে 35 বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে ৷
- রবীচন্দ্রন অশ্বিন- এখনও পর্যন্ত 105টি ম্যাচে 533টি উইকেট নিয়েছেন ৷ তারমধ্যে ইনিংসে 37 বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে ৷
- কপিল দেব- 131টি ম্যাচে 434টি উইকেট শিকারের অধিকারী তিনি ৷ 23 বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে ৷
- হরভজন সিং- 103টি ম্যাচে 417টি উইকেট শিকারের অধিকারী তিনি ৷ 25 বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে ৷
- রবীন্দ্র জাদেজা-এ খনও পর্যন্ত 77টি ম্যাচে 314টি উইকেট রয়েছে তাঁর নামে ৷ টেস্ট কেরিয়ারে এই নিয়ে মোট 14বার ইনিংসে 5টি বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন জাদেজা ৷