পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুঃসময়ে স্পনসর পেয়েছিল আইপিএল, উত্তরাধিকার বহন করে বাইশ গজে একাত্ম হয়েছিলেন রতন টাটা - RATAN TATA DEMISE

প্রথমবার ভারতীয় ক্রিকেটে টাটা বড়সড় পদক্ষেপ করেছিল 1996 সালে ৷ কোন প্রতিযোগিতায় প্রথম বাইশ গজে মেজর স্পনসরশিপ করেছিল তারা? রইল সব তথ্য ৷

RATAN TATA DEMISE
প্রয়াত রতন টাটা (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Oct 10, 2024, 1:47 PM IST

হায়দরাবাদ, 10 অক্টোবর: সংস্থার প্রতিষ্ঠাতা যেমন ছিলেন, তেমনই ক্রিকেটের প্রতি অনুরাগও ছিল জামশেদজি টাটার ৷ সেই উত্তরাধিকারই আগামীতে সুনামের সঙ্গে বয়ে নিয়ে গিয়েছেন রতন টাটা ৷ বুধবার রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর ৷ তবে রয়ে গিয়েছে পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তাঁর খেলাধুলোর প্রতি অনুরাগ ৷ বিশেষ করে বাইশ গজে তাঁর অবদান লেখা হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটের স্বর্ণাক্ষরে ৷

ক্রিকেটের প্রতি অনুরাগ পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দিতে পেরেছিলেন জামশেদজি টাটা ৷ তাই 1991 সালে টাটা গ্রুপ ও টাটা সন্সের চেয়ারম্যান হয়েই জামশেদপুরে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেছিলেন প্রয়াত শিল্পপতি রতন টাটা ৷ শুধুই কি ক্রিকেট ৷ হকি, ফুটবল, তিরন্দাজি, অ্যাথলেটিক্সের কথা ভেবে দেশে একের পর এক অ্যাকাডেমি তৈরি করেছিলেন কিংবদন্তি ৷ দেশের প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভার নারায়ণ কার্তিকেয়ানকেও স্পনসর করেছে রতন টাটার সংস্থা ৷ আর ক্রিকেটের কথা বললে প্রথমে তো আসতে হয়ে দেশের কোটিপটি ফ্র্য়াঞ্চাইজি লিগ আইপিএলের কথা ৷

চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জেরে মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভোকে সরে গেলে মুশকিল আসান হয়েছিল টাটা গ্রুপ ৷ বর্তমান চুক্তি অনুযায়ী 2028 পর্যন্ত বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের মাথায় ভারসার হাত রয়েছে টাটা গ্রুপের ৷ অর্থাৎ, বাবা জামশেদজি টাটা যে অনুরাগের বীজ বপন করেছিলেন, তাকে পরম যত্নে বৃক্ষে পরিণত করেছিলেন রতন টাটা ৷

যদিও মেজর ক্রিকেট স্পনসরশিপে টাটার পদার্পণ সেই 1996 সাল থেকে ৷ মেজর ক্রিকেটে টাটার প্রথম আগমনে দেশের মাটিত ত্রিদেশীয় টাইটান কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সচিন তেন্ডুলকর নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ কিন্তু 2000 সালে ম্য়াচ গড়াপেটা বিতর্কের জেরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ করে টাটা গ্রুপ ৷ বিশ বছর পর ভারত-চিন সম্পর্কের অবনতিক জেরে আইপিএলের টাইটেল স্পনসরশিপ থেকে সরে দাঁড়ায় মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো ৷ সেই কঠিন সময় ফের আইপিএল তথা ভারতীয় ক্রিকেটে জাঁকিয়ে প্রত্য়াবর্তন করে টাটা ৷

2024 সালে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে রেকর্ড 2,500 কোটি টাকায় নয়া চুক্তি হয় টাটা গ্রুপের ৷ আইপিএলের পাশাপাশি মহিলাদের প্রিমিয়র লিগের টাইটেল স্পনসরশিপও আপাতত 2027 পর্যন্ত তাদেরই হাতে ৷

ABOUT THE AUTHOR

...view details