পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাটলারের শতরানে জলে গেল 'বিরাট' সেঞ্চুরি, 6 উইকেটে বেঙ্গালুরুকে হারাল রাজস্থান - IPL 2024

RR vs RCB: হারের হ্যাটট্রিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৷ পালটা টানা চার ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে পৌঁছল রাজস্থান রয়্যালস ৷ জয়পুরের মাঠে বাটলারের করা 100 রানের কাছে ফিকে হয়ে গেল বিরাট কোহলির 113 রান ৷ পিঙ্ক ব্রিগেডের জস বাটলারের কাছে গতকালের ম্যাচ ছিল শততম ৷ আর এদিন তাঁর রান সংখ্যাটাও এক ৷ তাঁর ব্যাটের দাপটেই বেঙ্গালুরু হারল 6 উইকেটে ৷

RR vs RCB
RR vs RCB

By PTI

Published : Apr 7, 2024, 6:54 AM IST

Updated : Apr 7, 2024, 7:16 AM IST

জয়পুর, 7 এপ্রিল:'বিরাট'অপরাজিত 113 ৷ অন্যদিকে, জস বাটলারের অপরাজিত 100 ৷ ম্যাচের সেরা পিঙ্ক সিটির দলের ইংরেজ তারকার রানের কাছে ম্লান হয়ে গেল চেজ মাস্টার কোহলির রানসংখ্যা ৷ জসের 58 বলের 100 রানের ঝোড়ো ইনিংস সাজানো 9টি বাউন্ডারি ও 4টি ওভার বাউন্ডারিতে ৷ ইংরেজ তারকা বাটলারের এদিন আইপিএলে একশোতম ম্যাচ খেললেন। আর বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে তাঁর ব্যাটও তিন অংক স্পর্শ করল। 5 বল বাকি থাকতে আরসিবিকে 6 উইকেটে হারাল রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে এনিয়ে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করল রাজস্থান।

প্রথমে ব্যাট করে 3 উইকেটের বিনিময়ে 183 রান তুলেছিল আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়ালকে শূন্য রানে হারায় রাজস্থান। তবে দ্বিতীয় উইকেটে 86 বলে 148 রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাটলার ও সঞ্জু। 42 বলে 69 রান করে সঞ্জু ফিরলেও অপরাজিত সেঞ্চুরি করেন বাটলার। ম্যাচের সেরাও তিনি ৷ অন্যদিকে, চলতি আইপিএলে 5টি ম্যাচের মধ্যে 4টিতে হেরে পয়েন্ট টেবিলের আটে নেমে গেল আরসিবি।

রাজস্থান অধিনায়ক ফিরলেও নিজের ইনিংস চালিয়ে যান জস বাটলার। তাঁর ব্যাটেই ভর করে এদিন পরপর চারটি ম্যাচ নিজেদের পকেটে পুড়ে নেয় রয়্যালস ৷ তবে রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল এদিন রান পাননি। 19.1 ওভারে 4 উইকেট হারিয়ে 189 রান তুলে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। অন্যদিকে, প্রতিপক্ষ বেঙ্গালুরুর বোলাররা উইকেট নিতে ব্যর্থ হয় ৷ রিস টোপলে 27 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ যশস্বী জয়সওয়াল ধ্রুব জুরেলকে আউট করেন তিনি ৷ এছাড়াও একটি করে উইকেট নেন যশ দালাল ও মহম্মদ সিরাজ ৷ এদিন ময়াঙ্ক দাগর, ক্যামেরন গ্রিন ও হিমাংশু শর্মা গড়ে 30 রান করে দিলেও উইকেট নিতে ব্যর্থ হন ৷

আরও পড়ুন:

  1. গোলাপি শহরে প্রথম শতরানে উজ্জ্বল কোহলি, গড়লেন 'বিরাট' নজিরও
  2. 11 বল বাকি থাকতেই চেন্নাইকে হারিয়ে 6 উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ
  3. সাগরপাড়ে ধোনি বনাম গম্ভীর, ইয়েলো ব্রিগেড বধের লক্ষ্যে চেন্নাই পাড়ি নাইটদের
Last Updated : Apr 7, 2024, 7:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details