মুম্বই, 6 জুলাই: রূপকথার গল্পের এক সুখকর সমাপ্তি ৷ যে সফরে একাধিক ওঠা-পড়া ছিল ৷ কিন্তু, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তা হল বিশ্বাস ৷ ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ৷ একে-অপরের উপর বিশ্বাস ৷ কথা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে ৷ তাদের এই বিশ্বাসের মূল স্রোত ছিল দু’জন, কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা ৷ তবে, তাঁদের দু’জনের সম্পর্কের রসায়নটাও ছিল বিশেষ ৷
2021 সালে সংযুক্ত আমিরশাহীতে টি20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত ৷ রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির জুটির সেই ব্যর্থতা ভারতীয় ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছিল ৷ সেই কঠিন সময়ে মেন ইন-ব্লুর হেড কোচের দায়িত্বে এসেছিলেন রাহুল দ্রাবিড় ৷ তখনও অবশ্য বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়েননি ৷ কিন্তু, একের পর এক ব্যর্থতার পর একে একে সব ফরম্যাটে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট ৷ সেখান থেকেই ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটনের ওঠে রোহিত শর্মার হাতে ৷ শুরু হয় রাহুল-রোহিত জু’টির পথচলা ৷ যা শেষ হয়েছে, 2024 টি20 বিশ্বকাপ জয় দিয়ে ৷
এই তিন বছরে একসঙ্গে পথ চলতে গিয়ে একাধিক বিষয়ে মতানৈক্য যেমন ছিল ৷ তেমনি দু’জনে বহু বিষয়ে সহমত পোষণ করেছেন ৷ বিসিসিআই টিভি-কে দেওয়া বিদায়ী সাক্ষাৎকারে রোহিতের সঙ্গে সম্পর্কের সেই বাঁধন নিয়ে অকপট রাহুল দ্রাবিড় ৷ তিনি বলেন, "আমি রোহিতের সঙ্গে কাজ করাটা উপভোগ করেছি ৷ এ এমন একজন, যাঁকে আমি একেবার তরুণ বয়স থেকে চিনি ৷ আর সেখান থেকে ওকে একজন ব্যক্তি এবং ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বেড়ে উঠতে দেখেছি ৷"