পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোয়ার্টারেই থামল সফর, প্যারিসে পদকজয়ীর কাছে হেরে বিদায় সিন্ধুর - INDIA OPEN 2025

বছরের প্রথম টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় সিন্ধুর ৷ হারলেন প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীর কাছে ৷

PV SINDHU LOST
শেষ আটের লড়াইয়ে হার সিন্ধুর (ANI)

By ETV Bharat Sports Team

Published : Jan 17, 2025, 9:06 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: গত বছরটা ভালো যায়নি মোটেই ৷ বিয়ের পর নতুন বছরে খেতাব জিতেই প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন ৷ কিন্তু তা হল কই? দেশের মাটিতে ইন্ডিয়া ওপেনের (সুপার 750) শেষ আট থেকে বিদায় নিলেন পুসারলা ভেঙ্কট সিন্ধু ৷ ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বী গ্রেগোরিয়া মারিস্কার কাছে হেরে গেলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শাটলার ৷ সিন্ধুর বিপক্ষে খেলার ফল 9-21, 21-19, 17-21 ৷

বিশ্বের পাঁচ নম্বরের বিরুদ্ধে সিন্ধুর লড়াই স্থায়ী হয় এক ঘণ্টার সামান্য বেশি ৷ প্রথম গেমে এদিন দাঁড়াতেই পারেননি হায়দরাবাদি শাটলার ৷ একপেশে গেম 9-21 ব্যবধানে জিতে নেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ইন্দোনেশিয়ান শাটলার ৷ দ্বিতীয় গেম অবশ্য ব়্যাংকিংয়ে এগিয়ে থাকা শাটলারকে প্রত্যাঘাত ছুড়ে দেন 2019 বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ৷ 2-6 ব্যবধানে পিছিয়ে পড়েও 11-10 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান সিন্ধু ৷

জোরালো স্ম্য়াশ, আক্রমণাত্মক মেজাজকে হাতিয়ার করে দ্বিতীয় গেমে একসময় 14-10 ব্যবধানে এগিয়ে যান ভারতীয় ব্য়াডমিন্টনের পোস্টার গার্ল ৷ তবে পিছিয়ে পড়ে সিন্ধুকে চেপে ধরেন ইন্দোনেশিয়ান প্রতিদন্দ্বী ৷ তবে সেয়ানে-সেয়ানে টক্করের পর 21-19 ফলাফলে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতায় ফেরেন ভারতীয় শাটলার ৷ ম্যাচ গড়ায় তৃতীয় সেটে ৷

নির্ণায়ক তৃতীয় সেটে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সিন্ধু ও তাঁর প্রতিদ্বন্দ্বীর মধ্যে দুর্দান্ত ব়্যালি চলে ৷ 10-8 ব্যবধানে এগিয়ে যান প্য়ারিসের ব্রোঞ্জজয়ী ৷ কিন্তু ম্যাচ জয়ের জন্য বিরতির পর সর্বস্ত উজাড় করে দেন সিন্ধু ৷ সেইসঙ্গে চাপ বজায় রাখেন গ্রেগোরিয়ার উপর ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ 17-14 ব্যবধানে প্রতিদ্বন্দ্বী এগিয়ে যেতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় সিন্ধুর ৷ শেষ পর্যন্ত 21-17 ব্যবধানে গেম এবং সেইসঙ্গে ম্য়াচ জিতে সেমিতে পৌঁছে যান গ্রেগোরিয়া ৷ বিদায় নিশ্চিত হয় সিন্ধুর ৷

ম্যাচে শেষে সিন্ধু জানান, হার নিশ্চিতভাবে দুঃখজনক ৷ তবে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা দেন তিনি ৷ প্রথম সেটে সহজ কিছু ভুলের জন্যেই ম্য়াচ হারতে হয়েছে বলে জানান তিনি ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details