পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জলে গেল গিলের 89 রান, শশাঙ্কের ব্যাটিং ঝড়ে তিন উইকেটে গুজরাত 'বধ' পঞ্জাবের - IPL 2024 - IPL 2024

PBKS VS GT: গুজরাত টাইটান্সের করা 200 রান তাড়া করতে নেমে যেখানে পঞ্জাব কিংসের টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হলেন সেখানেই নায়ক অবতারে ধরা দিলেন শশাঙ্ক সিং ৷ 29 বলে 61 রানের ঝোড়ো ইনিংস খেলে পঞ্জাব কিংসকে জেতালেন তিন উইকেটে ৷

PBKS VS GT
PBKS VS GT

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 6:46 AM IST

Updated : Apr 5, 2024, 7:06 AM IST

আমেদাবাদ, 5 এপ্রিল:ঘরের মাঠেই গুজরাতকে হারাল পঞ্জাব কিংস ৷ প্রথম ইনিংসে শুভমনের করা 89 রান একেবারে ফিকে হয়ে গেল আমেদাবাদের মাঠে ৷ গুজরাতের করা 200 রান তাড়া করতে নেমে পঞ্জাবের শশাঙ্ক সিং যেভাবে ব্যাট ধরলেন তাতে তিন উইকেটে জয়ের মুখ দেখলেন তাঁরা ৷ এদিনের ম্য়াচে শুভমন গিল খেলেন 89 রানের শক্তিশালী ইনিংস। আর তা ছ'বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছয় পঞ্জাব কিংস। ম্যাচের সেরা শশাঙ্ক সিং ৷

তরুণ ব্যাটারের এদিনের ঝোড়ো ইনিংস সাজানো 29 বলে 61 রানের ৷ যার মধ্যে 6টি বাউন্ডারি ও 4টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন শশাঙ্ক ৷ এদিন একটা সময় মনে হচ্ছিল পঞ্জাবের হাত থেকে ম্যাচ বেরিয়ে যাচ্ছে। তখনই খেলার রং বদলে দেন লোয়ার অর্ডারের দুই ব্যাটার ৷ শশাঙ্ক সিং ও ইমপ্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মার ব্যাটেই জয় তুলে নেয় প্রীতি জিন্টার দল । দু'জন মিলে মারকাটারি ব্যাটিং করে গুজরাতের জয়ের গ্রাস কেড়ে নেয়।

জয়ের লক্ষ্য়ে ‘শুভমন অ্যান্ড কোং’কে বিঁধতে ওপেনিংয়ে নামেন শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টো ৷ ক্যাপ্টেন গব্বর 1 রান ও জনি বেয়ারস্টো 22 রান করেই বাইশ গজ ছাড়েন ৷ প্রভসিমরন সিং করেন 35 রান ৷ এরপরই ক্রিজে নামেন শশাঙ্ক সিং ৷ 61 রান করে অপরাজিত থেকে যান তিনি ৷ পঞ্জাব ব্যাটারের অর্ধ-শতরান দলকে প্রয়োজনীয় অক্সিজেন দেয় ৷ দাঁড়িয়ে থেকে ম্যাচ ফিনিশ করেন তিনি ৷ তাঁকে সঙ্গ দেন আশুতোষ শর্মা ৷ 31 রানে তাঁকে ডাগ-আউটে ফেরান দর্শন নালকান্ডে ৷ ম্যাচের প্রথমার্ধ যদি হয় শুভমনের, তাহলে দ্বিতীয়ার্ধ পঞ্জাব কিংসের দুই অনামী তরুণের।

এদিকে, গুজরাতের নূর আহমেদ 32 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ জনি বেয়ারস্টো ও প্রভসিমরন সিংয়ের গুরুত্বপূর্ণ দু'টি উইকেট নেন ৷ একটি করে উইকেট নেন আজমাতুল্লা ওমারজাই, উমেশ যাদব, রশিদ খান, মোহিত শর্মা ও দর্শন নালকান্ডে ৷

আরও পড়ুন:

  1. গিলের অধিনায়কোচিত ইনিংসে পঞ্জাবকে 200 রানের লক্ষ্যমাত্রা গুজরাতের
  2. সৌরভের সামনেই নাইটদের 'দাদাগিরি', জয়ের হ্যাটট্রিকে পয়লা নম্বরে কেকেআর
  3. ডি'ককের ব্যাটে ঝোড়ো 81, অ্যাওয়ে ম্যাটে কোহলিদের সামনে 'বিরাট' লক্ষ্যমাত্রা
Last Updated : Apr 5, 2024, 7:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details