আমেদাবাদ, 5 এপ্রিল:ঘরের মাঠেই গুজরাতকে হারাল পঞ্জাব কিংস ৷ প্রথম ইনিংসে শুভমনের করা 89 রান একেবারে ফিকে হয়ে গেল আমেদাবাদের মাঠে ৷ গুজরাতের করা 200 রান তাড়া করতে নেমে পঞ্জাবের শশাঙ্ক সিং যেভাবে ব্যাট ধরলেন তাতে তিন উইকেটে জয়ের মুখ দেখলেন তাঁরা ৷ এদিনের ম্য়াচে শুভমন গিল খেলেন 89 রানের শক্তিশালী ইনিংস। আর তা ছ'বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছয় পঞ্জাব কিংস। ম্যাচের সেরা শশাঙ্ক সিং ৷
তরুণ ব্যাটারের এদিনের ঝোড়ো ইনিংস সাজানো 29 বলে 61 রানের ৷ যার মধ্যে 6টি বাউন্ডারি ও 4টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন শশাঙ্ক ৷ এদিন একটা সময় মনে হচ্ছিল পঞ্জাবের হাত থেকে ম্যাচ বেরিয়ে যাচ্ছে। তখনই খেলার রং বদলে দেন লোয়ার অর্ডারের দুই ব্যাটার ৷ শশাঙ্ক সিং ও ইমপ্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মার ব্যাটেই জয় তুলে নেয় প্রীতি জিন্টার দল । দু'জন মিলে মারকাটারি ব্যাটিং করে গুজরাতের জয়ের গ্রাস কেড়ে নেয়।
জয়ের লক্ষ্য়ে ‘শুভমন অ্যান্ড কোং’কে বিঁধতে ওপেনিংয়ে নামেন শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টো ৷ ক্যাপ্টেন গব্বর 1 রান ও জনি বেয়ারস্টো 22 রান করেই বাইশ গজ ছাড়েন ৷ প্রভসিমরন সিং করেন 35 রান ৷ এরপরই ক্রিজে নামেন শশাঙ্ক সিং ৷ 61 রান করে অপরাজিত থেকে যান তিনি ৷ পঞ্জাব ব্যাটারের অর্ধ-শতরান দলকে প্রয়োজনীয় অক্সিজেন দেয় ৷ দাঁড়িয়ে থেকে ম্যাচ ফিনিশ করেন তিনি ৷ তাঁকে সঙ্গ দেন আশুতোষ শর্মা ৷ 31 রানে তাঁকে ডাগ-আউটে ফেরান দর্শন নালকান্ডে ৷ ম্যাচের প্রথমার্ধ যদি হয় শুভমনের, তাহলে দ্বিতীয়ার্ধ পঞ্জাব কিংসের দুই অনামী তরুণের।
এদিকে, গুজরাতের নূর আহমেদ 32 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ জনি বেয়ারস্টো ও প্রভসিমরন সিংয়ের গুরুত্বপূর্ণ দু'টি উইকেট নেন ৷ একটি করে উইকেট নেন আজমাতুল্লা ওমারজাই, উমেশ যাদব, রশিদ খান, মোহিত শর্মা ও দর্শন নালকান্ডে ৷
আরও পড়ুন:
- গিলের অধিনায়কোচিত ইনিংসে পঞ্জাবকে 200 রানের লক্ষ্যমাত্রা গুজরাতের
- সৌরভের সামনেই নাইটদের 'দাদাগিরি', জয়ের হ্যাটট্রিকে পয়লা নম্বরে কেকেআর
- ডি'ককের ব্যাটে ঝোড়ো 81, অ্যাওয়ে ম্যাটে কোহলিদের সামনে 'বিরাট' লক্ষ্যমাত্রা