পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পদকের লক্ষ্যে কবে, কখন নামছেন নীরজ; সরাসরি দেখবেন কোথায়? রইল বিস্তারিত - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Paris Olympics 2024 Neeraj Chopra Schedule: প্য়ারিসেও কি সোনার পদক গলায় ঝোলাবেন? তার উত্তর দেবে সময় ৷ কিন্তু কোথায়, কখন দেখবেন 'সোনার ছেলে'র ইভেন্ট, রইল বিস্তারিত ৷

NEERAJ CHOPRA
নীরজ চোপড়া (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Aug 4, 2024, 5:10 PM IST

প্যারিস, 4 অগস্ট:প্যারিস থেকে দেশের হয়ে সোনা আনবেন কে? অষ্টমদিনের পর ভারতের ঝুলিতে কেবল তিনটি ব্রোঞ্জ ৷ এক এক করে বিদায় নিচ্ছেন ফেভারিটরা ৷ গেমস যত শেষদিকে এগোচ্ছে বাড়ছে উদ্বেগ ৷ এমন সময় গতবারের একমাত্র সোনাজয়ী নীরজ চোপড়ার দিকেই তাকিয়ে তামাম অনুরাগীরা ৷ টোকিয়োয় অলিম্পিক্স অ্যাথলেটিক্সে দেশকে প্রথম এনে দেওয়া 'সোনার ছেলে'কে ঘিরেই ফের স্বপ্নের জাল বুনছে আসমুদ্র-হিমাচল ৷ কিন্তু কবে, কখন রয়েছে নীরজের ইভেন্ট ৷ দেখবেনই বা কোথায়? রইল যাবতীয় তথ্য ৷

প্যারিসে কবে বর্শা ছুড়বেন নীরজ: ফ্রান্সের রাজধানীতে আগামী 6 অগস্ট অর্থাৎ, মঙ্গলবার প্রথম নামছেন গতবারের সোনাজয়ী ৷ ওইদিন গ্রুপ 'এ'র যোগ্যতা অর্জন পর্ব অনুষ্ঠিত হবে দুপুর 1টা 50 মিনিটে ৷ গ্রুপ 'বি'র যোগ্যতা অর্জন পর্ব অনুষ্ঠিত হবে বিকেল 3টে 20 মিনিটে ৷ যোগ্যতা অর্জন পর্ব পেরিয়ে নীরজ ফাইনালে প্রবেশ করলে তা অনুষ্ঠিত হবে 8 অগস্ট রাত 11টা 55 মিনিটে ৷ (সব ভারতীয় সময় অনুযায়ী)

কোথায় দেখবেন নীরজের ইভেন্ট:প্যারিস অলিম্পিক্স 2024 ভারতে সম্প্রচারিত হচ্ছে স্পোর্টস 18 নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলগুলিতে ৷ স্পোর্টস 18 1 এবং স্পোর্টস 18 1 এইচ ডি'তে ইংরেজি ধারাভাষ্যের সঙ্গে দেখা যাবে তামিল এবং তেলুগু ভাষাতেও ৷ স্পোর্টস 18 2 এবং স্পোর্টস 18 2 এইচডি'তে হিন্দি ধারাভাষ্যে দেখা যাবে ম্য়াচ ৷

লাইভ স্ট্রিমিং কোথায়: জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্যারিস অলিম্পিক্স 2024 ৷ যা একেবারে বিনামূল্যে ৷ জিও সিনেমাতেও দেখা যেতে পারে নীরজের ইভেন্ট ৷

টোকিয়োয় ফিরে দেখা নীরজের ইতিহাস:অ্যাথলেটিক্সে দেশকে প্রথম অলিম্পিক্স পদক এনে দেওয়া অ্যাথলিট নীরজ চোপড়াই ৷ টোকিয়ো অলিম্পিক্সে 87.58 মিটার বর্শা ছুড়ে পোডিয়াম শীর্ষে ফিনিশ করেছিলেন নীরজ ৷ এবার 90 মিটারের মার্ক ছুঁতে মরিয়া ভারতের জ্যাভলিন থ্রোয়ার ৷

নীরজের সঙ্গী জেনা: পুরুষদের জ্যাভলিন থ্রো'য়ে নীরজের সঙ্গেই অংশ নেবেন কিশোর জেনা ৷ তাঁর উপরেও রয়েছে পদক প্রত্যাশা ৷

ABOUT THE AUTHOR

...view details