প্যারিস, 4 অগস্ট:প্যারিস থেকে দেশের হয়ে সোনা আনবেন কে? অষ্টমদিনের পর ভারতের ঝুলিতে কেবল তিনটি ব্রোঞ্জ ৷ এক এক করে বিদায় নিচ্ছেন ফেভারিটরা ৷ গেমস যত শেষদিকে এগোচ্ছে বাড়ছে উদ্বেগ ৷ এমন সময় গতবারের একমাত্র সোনাজয়ী নীরজ চোপড়ার দিকেই তাকিয়ে তামাম অনুরাগীরা ৷ টোকিয়োয় অলিম্পিক্স অ্যাথলেটিক্সে দেশকে প্রথম এনে দেওয়া 'সোনার ছেলে'কে ঘিরেই ফের স্বপ্নের জাল বুনছে আসমুদ্র-হিমাচল ৷ কিন্তু কবে, কখন রয়েছে নীরজের ইভেন্ট ৷ দেখবেনই বা কোথায়? রইল যাবতীয় তথ্য ৷
প্যারিসে কবে বর্শা ছুড়বেন নীরজ: ফ্রান্সের রাজধানীতে আগামী 6 অগস্ট অর্থাৎ, মঙ্গলবার প্রথম নামছেন গতবারের সোনাজয়ী ৷ ওইদিন গ্রুপ 'এ'র যোগ্যতা অর্জন পর্ব অনুষ্ঠিত হবে দুপুর 1টা 50 মিনিটে ৷ গ্রুপ 'বি'র যোগ্যতা অর্জন পর্ব অনুষ্ঠিত হবে বিকেল 3টে 20 মিনিটে ৷ যোগ্যতা অর্জন পর্ব পেরিয়ে নীরজ ফাইনালে প্রবেশ করলে তা অনুষ্ঠিত হবে 8 অগস্ট রাত 11টা 55 মিনিটে ৷ (সব ভারতীয় সময় অনুযায়ী)
কোথায় দেখবেন নীরজের ইভেন্ট:প্যারিস অলিম্পিক্স 2024 ভারতে সম্প্রচারিত হচ্ছে স্পোর্টস 18 নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলগুলিতে ৷ স্পোর্টস 18 1 এবং স্পোর্টস 18 1 এইচ ডি'তে ইংরেজি ধারাভাষ্যের সঙ্গে দেখা যাবে তামিল এবং তেলুগু ভাষাতেও ৷ স্পোর্টস 18 2 এবং স্পোর্টস 18 2 এইচডি'তে হিন্দি ধারাভাষ্যে দেখা যাবে ম্য়াচ ৷