নয়াদিল্লি, 7 অগস্ট:প্যারিস অলিম্পিক্সে দেশকে জোড়া পদক দিয়ে দেশে ফিরলেন মনু ভাকের ৷ নয়াদিল্লি বিমানবন্দরে এদিন গ্র্যান্ড ওয়েলকামে ঘরে ফেরেন ঝজ্জরের শুটার ৷ তবে 10 অগস্ট শনিবার আবারও প্যারিসের উদ্দেশে রওনা দেবেন মনু ৷ কারণ, প্যারিসে সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা থাকবে মনুর হাতেই ৷ রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরে আপ্লুত মনু ৷ দেশের মানুষ তাঁকে এতটা সমর্থন করায় খুশি তিনি ৷
ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে অবতরণ করে মনুর বিমান ৷ শুটারের সঙ্গে এদিন দেশে ফেরেন তাঁর কোচ যশপাল রানাও ৷ সংবাদসংস্থা এএনআই'কে মনু বলেন, "দুর্দান্ত অনুভূতি হচ্ছে যেভাবে আমাকে স্বাগত জানানো হল ৷ দেশের মানুষ এভাবে আমাকে সমর্থন করছেন দেখে আনন্দ হচ্ছে ৷ আমি জোড়া পদকের সঙ্গে ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করার অনুপ্রেরণা নিয়ে ফিরেছি ৷ তবে ইভেন্টের সময় কেবল গেমেই ফোকাস করেছি, পদকে নয় ৷ লম্বা সময় ধরে আমি কোনও ভারতীয় খাবার খেতে পারিনি, তাই দিল্লিতে নেমেই আলু পরোটা খেয়েছি ৷"