নয়াদিল্লি, 1 অগস্ট: 50 মিটার রাইফেল-থ্রি পজিশনে স্বপ্নিল কুসালের ব্রোঞ্জ, ব্যাডমিন্টনে লক্ষ্য সেনের কোয়ার্টারে প্রবেশ ৷ সবমিলিয়ে প্যারিস গেমসের ষষ্ঠদিন মিশ্র গিয়েছে ভারতের জন্য ৷ যদিও হতাশ করেছে সাত্বিক-চিরাগের বিদায় ৷ তবে কুসালের ব্রোঞ্জ জয় সপ্তমদিন নিঃসন্দেহে উদ্বুদ্ধ করবে দেশের বাকি অ্যাথলিটদের ৷ আজ ভারতের ইভেন্ট শুরু হচ্ছে গল্ফ দিয়ে ৷ রয়েছে হকির ম্যাচ, আবার শুক্রবারই কোয়ার্টারে নামছেন লক্ষ্য ৷ একনজরে আজ অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা ৷
গল্ফ:
পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক-প্লে রাউন্ড 2 (শুভঙ্কর শর্মা, গগনজিৎ ভুল্লর)- দুপুর 12টা 30 মিনিট
শুটিং:
মহিলাদের 25 মিটার পিস্তল যোগ্যতা অর্জন পর্ব (এষা সিং এবং মনু ভাকের)- দুপুর 12টা 30 মিনিট
তিরন্দাজি:
মিক্সড টিম ইভেন্ট 1/8 এলিমিনেশন রাউন্ড (ধীরজ বোম্মাদেবারা/ অঙ্কিতা ভকত)- দুপুর 1টা 19 মিনিট
রোয়িং:
পুরুষদের সিঙ্গল স্কালস ফাইনাল ডি (বলরাজ পানওয়ার)- দুপুর 1টা 48 মিনিট
জুডো: