মুলতান, 18 অক্টোবর: প্রথম টেস্টে লজ্জার হারের পর খোলনলচে বদলে গিয়েছে পাকিস্তান ক্রিকেটের ৷ গঠিত হয়েছে নয়া নির্বাচক কমিটি ৷ আর নয়া নির্বাচক কমিটি এসে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের ছেঁটে গড়েছে নতুন দল ৷ যা নিয়ে সমালোচনা কম হয়নি ৷ তবে বাইশ গজেই নিন্দুুকদের জবাব দিল সেই দল ৷ প্রায় চার বছর পর ঘরের মাঠে টেস্ট ম্যাচে জিতল পাকিস্তান ৷ দিন গুনলে সংখ্যাটা 1349 ৷ শুক্রবার মুলতানে 152 রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা (1-1) ফেরাল পাকিস্তান ৷
মুলতানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ পকেটে পুরতে ইংল্য়ান্ডের প্রয়োজন ছিল 297 রান ৷ এর আগে এশিয়ার মাটিতে এত রান তাড়া করে জয়ের নজির নেই ইংরেজদের ৷ সুতরাং, সহজ ছিল না কাজটা ৷ তৃতীয়দিনের শেষে আবার 36 রানে দুই ওপেনারের উইকেটও হারায় 'থ্রি-লায়ন্স' ৷ ফলত গতকালই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল পাকিস্তান ৷ মুলতানে পাকিস্তানের জয়ের মূল স্থপতি দুই স্পিনার সাজিদ খান ও নমন আলি ৷ প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া সাজিদ দ্বিতীয় ইনিংসে নিলেন দু'টি উইকেট ৷ বাকি আট উইকেট গেল প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়া নমনের ঝুলিতে ৷
অর্থাৎ, দুই স্পিনার মিলেই ম্যাচে ইংল্য়ান্ডের 20টি উইকেট ভাগ করে নিলেন ৷ অথচ প্রথম টেস্টের স্কোয়াডেই ছিলেন না এই দুই পাক স্পিনার ৷ নয়া নির্বাচক কমিটি দলে নিতেই ম্য়াচ জয়ের নায়ক হয়ে উঠলেন সাজিদ ও নমন ৷ 9টি উইকেট নিয়ে ম্যাচের সেরা সাজিদ খান ৷ দুই স্পিনারের দাপটে চতুর্থদিন প্রথম সেশনেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৷ সর্বাধিক 37 রান করেন অধিনায়ক বেন স্টোকস ৷ 27 রান আসে ব্রাইডন কার্সের ব্যাটে ৷ কিন্তু তা ম্যাচ জয়ের জন্য কোনওভাবেই যথেষ্ট ছিল না ৷