পশ্চিমবঙ্গ

west bengal

একই সময় নিলেন প্রথম দুই, দশমিক ভগ্নাংশে গ্রহের দ্রুততম মানব লাইলস - Paris Olympics 2024

By ETV Bharat Sports Team

Published : Aug 5, 2024, 10:44 AM IST

Updated : Aug 5, 2024, 11:00 AM IST

Noah Lyles Wins Men's 100 Meters Final in Paris Olympics 2024: বছর কুড়ি পর ফের কোনও আমেরিকান হলেন বিশ্বের দ্রুততম মানব। অলিম্পিক্সের 100 মিটার ইভেন্টের ফাইনালে সকলকে চমকে দিয়ে সোনা জিতলেন মার্কিন অ্যাথলিট নোয়া লাইলস ৷ দ্বিতীয় হন জামাইকার কিশানে থমসন ৷ ভগ্নাংশের হিসেবে মাত্র 0.005 সেকেন্ডের জন্য প্রথম হয়ে সোনা জেতেন নোয়া ৷

Noah Lyles Wins Men's 100 Meters Final in Paris Olympics 2024
বাঁ-দিক থেকে নোয়া লাইলস ও কিশানে থমসন (AP Photo)

প্যারিস, 5 অগস্ট:ইতিহাস গড়ে বিশ্বের দ্রুততম মানবের স্বীকৃতি পেয়ে গেলেন আমেরিকান নোয়া লাইলস ৷ প্যারিস অলিম্পিক্সে স্তাদ দ্য ফ্রাঁসে সোমবার পুরুষদের 100 মিটার দৌড়ের ফাইনালে সোনা জিতে নেন মার্কিন এই অ্যাথলিট ৷ 2004 সালে জাস্টিন গ্যাটলিনের পর অর্থাৎ 'বিশ সাল বাদ' অলিম্পিক্সে 100 মিটারে ফের একবার সোনা জিতল আমেরিকা।

শুরু থেকেই চূড়ান্ত আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ট্র্যাকে নামেন নোয়া। আর এই রেকর্ড গড়তে সময় নেন মাত্র 9.79 সেকেন্ড। দ্বিতীয় স্থানে শেষ করেন জামাইকার কিশানে থমসন। যিনিও সোনা জয়ের দাবিদার ছিলেন। শেষ করতে তিনিও সময় নেন 9.79 সেকেন্ড। বিজয়ী নির্ণয় করতে এক সেকেন্ডকে 1000 ভাগে ভাগ করা হয়। সেখানেই ভগ্নাংশের হিসাবে 0.005 সেকেন্ড কম সময় নেওয়ায় বিজয়ী হন আমেরিকান নোয়া। জেতার পর ট্র্যাকে দাঁড়িয়েও অনবরত লাফিয়ে যাচ্ছিলেন নোয়া। তাঁর চোখেমুখে আত্মবিশ্বাস লক্ষ করা যাচ্ছিল। 9.81 সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পান আমেরিকারই ফ্রেড কার্লি।

গ্রহের দ্রুততম লাইলস (AP Photo)

প্রসঙ্গত, জামাইকার উসেইন বোল্টের দাপট দেখেছে পুরো বিশ্ব। 2008 থেকে 2016 অলিম্পিক্সের মঞ্চেই টানা তিনবার সোনা জেতেন বোল্ট । তবে টোকিয়ো অলিম্পিক্সের আগে বোল্ট অবসর নেন। আর তারপর থেকেই জামাইকার আধিপত্য যেন কমতে শুরু করে। 2020 টোকিয়ো অলিম্পিক্সে এই ইভেন্টে সোনা জেতেন ইতালির মার্সেল জ্যাকবস ৷ এবার প্যারিসে 100 মিটারে সোনা ঘরে তুলল আমেরিকা ৷

উল্লেখ্য, শনিবার রাতে মেয়েদের 100 মিটারের ইভেন্টে আমেরিকার শাকারি রিচার্ডসন রূপো জেতেন ও ব্রোঞ্জ জেতেন আমেরিকারই মেলিসা জেফারসন। অতয়েব আমেরিকার পদক সংখ্যা শুধু এই ইভেন্টে (পুরুষ ও মহিলা) 4টি ৷ আর অলিম্পিক্স শুরু হওয়ার পর এখনও পর্যন্ত 100 মিটারে মোট 16টি সোনা জিতেছে আমেরিকা।

Last Updated : Aug 5, 2024, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details