পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'অসাধ্য সাধনে' ব্যর্থ ভারতীয় বোলাররা, 36 বছর পর এদেশে টেস্ট জয় কিউয়িদের

ভারতকে আট উইকেটে হারিয়ে বেঙ্গালুরুতে ঐতিহাসিক টেস্ট জয় নিউজিল্যান্ডের ৷ 1988 সালের পর ভারতের মাটিতে টেস্ট জিতল 'ব্ল্যাক ক্যাপস' ৷

By ETV Bharat Sports Team

Published : 12 hours ago

RACHIN RAVINDRA
মারমুখী রাচিন রবীন্দ্র (AP Photo)

বেঙ্গালুরু, 20 অক্টোবর: নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল 107 রান ৷ ভারতের 10 উইকেট ৷ এই পরিস্থিতি থেকে ম্যাচ জয় ভারতের পক্ষে একপ্রকার অসাধ্য সাধন করাই ৷ পঞ্চমদিন দ্বিতীয় বলে টম ল্য়াথাম জসপ্রীত বুমরার ডেলিভারিতে পরাস্ত হয়ে সাজঘরে ফিরতেই জোরালো হয়েছিল প্রত্যাশা ৷ কিন্তু সময় গড়াতেই প্রত্যাশা আর বাস্তবের ফারাকটা বোঝা গেল ৷ দুই উইকেট হারিয়ে চিন্নাস্বামীতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে তিন ম্য়াচের সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড ৷ সেইসঙ্গে 1988 সালের পর ভারতের মাটিতে কোনও টেস্ট জিতল তাঁরা ৷

প্রথম ইনিংসে 46 রানে দল অলআউট হওয়ার পর জয়ের স্বপ্ন দেখেননি ভারতের অতি বড় সমর্থকও ৷ তবে দ্বিতীয় ইনিংসে সরফরাজ খানের দেড়শত রান, পন্তের 99 রানে ম্য়াচে জোরালো প্রত্যাবর্তন করেছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ স্বল্প পুঁজি নিয়ে পঞ্চমদিন সকালে এর চেয়ে বেশি লড়াই দেওয়া হয়তো সম্ভব ছিল না ভারতীয় বোলারদের পক্ষে ৷ অধিনায়ক ল্যাথামের পর 17 রানে ডেভন কনওয়েকে ফেরান সেই বুমরাই ৷ কিন্তু তৃতীয় উইকেটে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্রর অবিভক্ত 75 রানের ইনিংস লক্ষ্যমাত্রায় পৌঁছে দেয় কিউয়িদের ৷

48 রানে অপরাজিত থাকে ইয়ং ৷ প্রথম ইনিংসে শতরানকারী রাচিন খেলেন অপরাজিত 39 রানের ইনিংস ৷ এই দুইয়ের ব্যাটে ভর করে জয় তুলে নেয় সফরকারী দল ৷ ভারতের মাটিতে এখনও পর্যন্ত কোনও টেস্ট সিরিজ জয়ের নজির নেই নিউজিল্যান্ডের ৷ এর আগে 1988 সালে শেষবার মুম্বই টেস্টে ভারতে হারিয়েছিল তাঁরা ৷ সাড়ে তিন দশকেরও বেশি সময় পর বেঙ্গালুরু টেস্টে এই জয় তাই 'ব্ল্য়াক ক্য়াপসে'র ঐতিহাসিক জয়ই বলা যায় ৷

ভারতের 46 রানের জবাবে প্রথম ইনিংসে 402 রান তোলে কিউয়িরা ৷ সৌজন্যে রাচিন রবীন্দ্রর 134 রানের দুরন্ত ইনিংস ৷ তবে সরফরাজ খানের 150 রানের ইনিংসে ম্যাচে ফেরে ভারতীয় দল ৷ যোগ্য সঙ্গত আসে বিরাট কোহলি (70) ও ঋষভ পন্তের (99) ব্য়াটে ৷ তবে 462 রানের বেশি এগোয়নি ভারতের দ্বিতীয় ইনিংস ৷ ফলত কিউয়িদের সামনে সিরিজে এগিয়ে যেতে প্রয়োজন ছিল 107 রান ৷ দুই উইকেট খুইয়ে বৃষ্টিবিঘ্নিত পঞ্চমদিনের প্রথম সেশনেই কার্যসিদ্ধি করে ফেলে টম ল্য়াথাম অ্যান্ড কোং ৷

ABOUT THE AUTHOR

...view details