পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জিম্বাবোয়ে সফরে বোলিং বৈচিত্র্য বাড়াতে স্লোয়ারে জোর মুকেশের - Mukesh Kumar - MUKESH KUMAR

Mukesh Kumar in Indian Squad: ফের নীল জার্সিতে মুকেশ কুমার । বেঙ্গল প্রো টি-20 ফাইনাল খেলেই জিম্বাবোয়ে সফরের ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বাংলার তারকা পেসার ৷ তার আগে বৈচিত্র্য বাড়াতে স্লোয়ার ডেলিভারিতে জোর দিচ্ছেন মুকেশ ৷

Mukesh Kumar
মুকেশ কুমার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 4:23 PM IST

কলকাতা, 27 জুন: টি-20 বিশ্বকাপের পরেই জিম্বাবোয়ে সফরে ভারতীয় দল । সেখানে পাঁচটি টি-20 ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া । বিশ্বকাপের মাঝেই সেই সফরের জন্য 15 জনের দল ঘোষণা করেছে বিসিসিআই । এই সফরে ভারতীয় দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা।ভারতীয় দলে ফের জায়গা পেয়েছেন বাংলার মুকেশ কুমার।

ফের নীল জার্সিতে মুকেশ কুমার (ইটিভি ভারত)

এই মুহূর্তে বেঙ্গল প্রো টি-20 লিগ খেলতে ব্যস্ত মুকেশ কুমার । স্ম্যাশার্স মালদার হয়ে পুরো টুর্নামেন্ট জুড়েই আগুনে বোলিং করে চলেছেন । তাঁর আগুনে বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেছে বাকিরা । শুক্রবার ইডেনে বেঙ্গল প্রো টি-20 লিগের ফাইনালে স্ম্যাশার্স মালদার প্রতিপক্ষ মুর্শিদাবাদ কিংস । ফাইনাল খেলেই ভারতীয় দলে যোগ দিতে ছুটবেন মুকেশ । ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, টি-20 বিশ্বকাপে সুযোগ না-পাওয়ার আক্ষেপ ঝরে পড়ছে মুকেশের বোলিংয়ে । যদিও টি-20 বিশ্বকাপে সুযোগ না-পাওয়া নিয়ে প্রশ্নের উত্তরে মুকেশের একটাই উত্তর, “নো কমেন্টস।”

তবে আসন্ন জিম্বাবোয়ে সফর নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা এবং আইপিএলে খেলার অভিজ্ঞতায় মুকেশ এখন অনেক বেশি পরিণত । নিজের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে বাংলার পেসার জানিয়েছেন, আইপিএল এবং ভারতীয় দলের অভিজ্ঞতা কাজে লাগছে । তবে এবার বৈচিত্র্য বাড়াতে স্লোয়ার ডেলিভারিতে জোর দিতে চান । যাতে ব্যাটারদের বিভ্রান্ত করা যায় । বেঙ্গল প্রো টি-20 লিগে স্ম্যাশার্স মালদ যেন আইপিএলের চেন্নাই সুপার কিংস । জার্সির রঙে হলুদের প্রাধান্য । প্রথম একাদশেও সিনিয়র ক্রিকেটারদের আধিক্য । অভিজ্ঞতাই ফারাক গড়ে দিচ্ছে । মুকেশ অবশ্য মহেন্দ্র সিং ধোনির দলের সঙ্গে তুলনা টানতে রাজি নন ।

বেঙ্গল প্রো টি-20 লিগ খেলতে ব্যস্ত মুকেশ কুমার (ইটিভি ভারত)

নিজের পারফরম্যান্স নিয়ে মুকেশ বলেন, “যেকোনও প্রতিযোগিতায় নিজেকে নিঙড়ে দিয়ে থাকি । বেঙ্গল প্রো টি-20 লিগেও সেটাই করছি । জুনিয়র ক্রিকেটারদের পরামর্শ দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি । আর যা কিছু শিখছি তা কাজে লাগাচ্ছি । ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা তো রয়েছে । এইভাবে প্রস্তুতি বলুন, খেলা বলুন সব চলছে ।”

6 জুলাই থেকে শুরু হচ্ছে ভারতের জিম্বাবোয়ে সফর । পাঁচটি ম্যাচই হবে হারারে স্টেডিয়ামে । টি-20 বিশ্বকাপের পর ছুটি পেয়েছেন ভারতের তারকার ক্রিকেটাররা । চলতি বিশ্বকাপের মূল স্কোয়াডে থাকা 15 জন খেলোয়াড়ের মধ্যে 13 জনকে এই সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে । সুযোগ পেয়েছেন রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, মুকেশ কুমাররা । বিশ্বকাপ দলে থাকলেও একাদশে সুযোগ পাচ্ছেন না যশস্বী জয়সওয়াল । জিম্বাবোয়ে সফরে তিনি খেলবেন । রিয়ান পরাগ দীর্ঘদিন সুযোগ না-পেলেও, ভারতের জার্সি পেতে চলেছেন । বিশ্বকাপ দল থেকে শুধুমাত্র যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনকে বেছে নেওয়া হয়েছে । শুভমান গিল, আভেশ খান, রিংকু সিং এবং খলিল আহমেদকে টি-20 বিশ্বকাপের জন্য রিজার্ভ হিসাবে নির্বাচিত করা হয়েছিল ।

ভারতীয় দলের জিম্বাবোয়ে সফর (জুলাই 2024)
৬ জুলাই ১ম টি২০,
হারারে ৭ জুলাই- ২য় টি২০, হারারে
১০ জুলাই ৩য় টি২০, হারারে
১৩ জুলাই ৪র্থ টি২০, হারারে
১৪ জুলাই ৫ম টি২০, হারারে

জিম্বাবোয়ে সিরিজের জন্য ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কেয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ রেডি, রায়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল কমার আহমেদ, মুকেশ কুমার,তুষার দেশপান্ডে।

ABOUT THE AUTHOR

...view details