কলকাতা, 16 জানুয়ারি: "আবার দেখা হবে।" সাংবাদিক সম্মেলন শেষে হোসে মোলিনার মুখে পরিষ্কার বাংলা শুনে চমকে গেলেন সকলে। ইংরেজি সড়গড় নয় বলে মাঝেমধ্যে দুঃখপ্রকাশ করেন। সেই স্প্যানিশ কোচ যে সাবলীল বাংলা বলবেন, আশা করেননি কেউ। সাংবাদিকদের চমকে দেওয়ার মতই ফুটবল মাঠেও প্রতিপক্ষকে চমকে দিতে পছন্দ করেন হোসে মোলিনা। তাই খালিদ জামিলের দলকে নিয়ে হোমওয়ার্ক সেরেই যে শুক্রবার জয়ের নীল নকশা সাজাচ্ছেন তিনি, সেটা তাঁর কথাবার্তাতেই পরিষ্কার ৷
বড় ম্যাচ জয়ের পর নিয়ম মেনে শুক্রে কঠিন ম্যাচ কলকাতা জায়ান্টদের ৷ বৃহস্পতিবার অনুশীলন করে বাসেই ইস্পাতনগরীর উদ্দেশ্যে রওনা হল সবুজ-মেরুন ব্রিগেড। দ্বিতীয় স্থানাধিকারীদের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিতে চাইছেন মোলিনা ৷ কিন্তু সেই লক্ষ্যে কাঁটা খালিদ জামিলের জামশেদপুর ৷ চ্য়াম্পিয়ন মুম্বইকে গত ম্য়াচে 3-0 ব্য়বধানে হারিয়ে যারা লিগ টেবিলে চারে ৷ গত তিন ম্যাচে টানা জিতেছে খালিদের ছেলেরা। তাই প্রতিপক্ষ নিয়ে বলতে গিয়ে মোহনবাগান কোচ বলছেন, "ওরা অনেক গোল খেতে পারে ঠিকই। কিন্তু লিগ টেবিলের উপরের দিকেই রয়েছে। নর্থ-ইস্ট আর চেন্নাইয়িন ম্যাচে পাঁচ গোল বাদ দিলে বাকি ম্যাচে খুব বেশি গোল খায়নি ওরা।"