পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাংলা বলে চমকে দিলেন মোলিনা, 'ইস্পাতনগরী জয়ে'র নীল নকশা প্রস্তুত বাগানের - ISL 2024 25

ডার্বি জয়ের পরবর্তী ম্যাচ সবসময়ই কঠিন ৷ সব মাথায় রেখেই জামশেদপুর বধের ছক সাজাচ্ছেন মোহনবাগান কোচ ৷

JFC VS MBSG
সাংবাদিক সম্মেলনে কামিংসের সঙ্গে মোলিনা (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Jan 16, 2025, 7:38 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: "আবার দেখা হবে।" সাংবাদিক সম্মেলন শেষে হোসে মোলিনার মুখে পরিষ্কার বাংলা শুনে চমকে গেলেন সকলে। ইংরেজি সড়গড় নয় বলে মাঝেমধ্যে দুঃখপ্রকাশ করেন। সেই স্প্যানিশ কোচ যে সাবলীল বাংলা বলবেন, আশা করেননি কেউ। সাংবাদিকদের চমকে দেওয়ার মতই ফুটবল মাঠেও প্রতিপক্ষকে চমকে দিতে পছন্দ করেন হোসে মোলিনা। তাই খালিদ জামিলের দলকে নিয়ে হোমওয়ার্ক সেরেই যে শুক্রবার জয়ের নীল নকশা সাজাচ্ছেন তিনি, সেটা তাঁর কথাবার্তাতেই পরিষ্কার ৷

বড় ম্যাচ জয়ের পর নিয়ম মেনে শুক্রে কঠিন ম্যাচ কলকাতা জায়ান্টদের ৷ বৃহস্পতিবার অনুশীলন করে বাসেই ইস্পাতনগরীর উদ্দেশ্যে রওনা হল সবুজ-মেরুন ব্রিগেড। দ্বিতীয় স্থানাধিকারীদের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিতে চাইছেন মোলিনা ৷ কিন্তু সেই লক্ষ্যে কাঁটা খালিদ জামিলের জামশেদপুর ৷ চ্য়াম্পিয়ন মুম্বইকে গত ম্য়াচে 3-0 ব্য়বধানে হারিয়ে যারা লিগ টেবিলে চারে ৷ গত তিন ম্যাচে টানা জিতেছে খালিদের ছেলেরা। তাই প্রতিপক্ষ নিয়ে বলতে গিয়ে মোহনবাগান কোচ বলছেন, "ওরা অনেক গোল খেতে পারে ঠিকই। কিন্তু লিগ টেবিলের উপরের দিকেই রয়েছে। নর্থ-ইস্ট আর চেন্নাইয়িন ম্যাচে পাঁচ গোল বাদ দিলে বাকি ম্যাচে খুব বেশি গোল খায়নি ওরা।"

অনিরুদ্ধ থাপা ছাড়াও পুরোপুরি সুস্থ নন আশিক কুরুনিয়ান। তিনিও জামশেদপুর ম্যাচে নেই। তবে গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোসরা ফিট। ডার্বিতেও পরিবর্ত হিসেবে নেমেছেন। যদিও জামশেদপুর ম্যাচে শুরু থেকে স্টুয়ার্ট অথবা দিমিত্রিকে ব্যবহার করা নিয়ে সন্দেহ রয়েছে। হাতে একাধিক বিকল্প, তাই দলের সেরা বিদেশিদ্বয়কে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ মোলিনা।

স্প্যানিশ কোচ বলেন, "ধীরে ধীরে চোট কাটিয়ে উঠেছে ওরা। গত ম্যাচেও পরিবর্ত হিসেবে নেমেছে। এই ম্যাচেও খেলার জন্য তৈরি। দেখা যাক।" হাতের আঙুলে চোট পেয়েছেন আপুইয়া। ব্যন্ডেজ বেঁধে পুরো অনুশীলন করলেন তিনিও। তবে ম্য়াচ খেলতে অসুবিধা নেই ৷ সবমিলিয়ে অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে দাপুটে জয়ে ফের একবার নিজেদের মেলে ধরতে চায় লিগ টপাররা।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details