- এগিয়ে গিয়েও হার মোহনবাগানের ৷ 2020-21 স্মৃতি ফিরিয়ে সবুজ-মেরুনকে হারিয়ে আইএসএল ট্রফি জিতে নিল মুম্বই সিটি এফসি ৷ স্কাই ব্লুজের হয়ে তিনটি গোল দিয়াজ, বিপিন এবং জাকুবের ৷ বাগানের হয়ে সান্ত্বনা গোল কামিংসের ৷
'ত্রিমুকুট' হাতছাড়া সবুজ-মেরুনের, যুবভারতী স্তব্ধ করে আইএসএল জয় মুম্বইয়ের - ISL FINAL - ISL FINAL
Published : May 4, 2024, 6:24 PM IST
|Updated : May 4, 2024, 9:39 PM IST
21:37 May 04
লিগ শিল্ডের বদলা নিয়ে আইএসএল জয় মুম্বইয়ের ৷
21:27 May 04
- 97 মিনিটে মুম্বইয়ের তৃতীয় গোল ৷ ত্রিমুকুট হাতছাড়া বাগানের ৷
21:22 May 04
- নির্ধারিত সময়ের খেলা শেষ, পিছিয়ে সবুজ-মেরুন ৷
21:18 May 04
- মনবীরের ক্রস থেকে কামিংসের শট লক্ষ্যভ্রষ্ট ৷
21:14 May 04
- ফের গোওওওওওল... 81 মিনিটে পরিবর্ত বিপিনের গোলে 2-1 এগিয়ে গেল মুম্বই ৷
21:14 May 04
- আরও এক পরিবর্তন ক্র্য়াটকির, জয়েশ রানার পরিবর্তে মাঠে ভিনিথ রাই ৷
21:07 May 04
- শেষ কোয়ার্টারে প্রবেশ করল ফাইনাল, যুবভারতীতে ফলাফল 1-1
21:03 May 04
- ফের ধাক্কা মুম্বই শিবিরে ৷ নগুয়েরার পর চোটের কারণে মাঠ ছাড়লেন গোলদাতা পেরেরা দিয়াজ ৷
21:00 May 04
- প্রথম পরিবর্তন করলেন হাবাসও ৷ থাপার পরিবর্তে মাঠে এলেন সামাদ ৷
20:57 May 04
- চোট পেয়ে মাঠ ছাড়লেন নগুয়েরা ৷ 68 মিনিটে পরিবর্তে মাঠে এলেন বিপিন ৷
20:43 May 04
- গোওওওওল... দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরল 'স্কাই ব্লুজ' ৷ 53 মিনিটে নগুয়েরার লম্বা বল ধরে গোল করে গেলেন মুম্বইয়ের আর্জেন্তাইন স্ট্রাইকার পেরেরা দিয়াজ ৷
20:23 May 04
- খেলল মুম্বই, গোল করল মোহনবাগান ৷ আইএসএল ফাইনালের প্রথমার্ধ নিয়ে এমনটা বললে মোটেও ভুল বলা হবে না ৷ বিরতির খানিক আগে খেলার গতির বিরুদ্ধে গোল সবুজ-মেরুনের ৷ পেত্রাতোসের শট বিপক্ষ গোলরক্ষক রুখে দিলে ফিরতি বল জালে রাখলেন অজি স্ট্রাইকার
20:16 May 04
- গোওওওওওওওল...জেসন কামিংসের গোলে এগিয়ে গেল মোহনবাগান ৷
20:13 May 04
- 42 মিনিট সবুজ-মেরুনের প্রথম ইতিবাচক সুযোগ ৷ যদিও গোল হল না ৷
20:01 May 04
- জলপানের বিরতির আগে ছাংতের ফ্রি-কিক ক্রসবারে প্রতিহত ৷
19:53 May 04
- বল দখলে রেখে মুহুর্মুহু আক্রমণের চেষ্টায় মুম্বই ৷ কিছুটা ডিফেন্সিভ হাবাসের বাগান ৷
19:46 May 04
- 15 মিনিটে ছাংতের কর্নার থেকে মেহতাবের হেড লক্ষ্যভ্রষ্ট ৷ আক্রমণ, প্রতি-আক্রমণে উপভোগ্য মেগা ফাইনালের প্রথম কোয়ার্টার
19:43 May 04
- ম্যাচের 13 মিনিটে বাগানের প্রথম কর্নার নিষ্ফলা ৷
19:36 May 04
- ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম ফ্রি-কিক মুম্বইয়ের অনুকূলে, যদিও ফায়দা তুলতে ব্যর্থ আইল্যান্ডাররা
19:31 May 04
- যুবভারতীতে কিক-অফ, শুরু আইএসএল ফাইনাল ৷
19:24 May 04
- ফাইনাল শো-ডাউনের আগে চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন শুভাশিস-কাউকোরা ৷
19:14 May 04
- এখনও পর্যন্ত আইএসএলে দু'দল মুখোমুখি হয়েছে 9 বার ৷ যার মধ্যে মাত্র একবারই জিতেছে বাগান, মুম্বই জিতেছে 6টি ম্য়াচ ৷ দু'টি ম্যাচ ড্র ৷
19:01 May 04
- একনজরে মুম্বই এফসি একাদশ
পূর্বা লাচেনপা (গোলরক্ষক), রাহুল বেকে, তাহের ক্রোউমা, তিরি, মেহতাব সিং, আপুইয়া রালতে, আলবার্তো নগুয়েরা, জয়েশ রানে, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং এবং পেরেরা দিয়াজ ৷
উল্লেখ্য ফাইনালে আকাশ মিশ্র এবং জোয়েল ভ্যান নিয়েফের সার্ভিস পাচ্ছেন না পিটার ক্র্যাটকি ৷
18:54 May 04
ওড়িশার বিরুদ্ধে সেমির দ্বিতীয় লেগের দল অপরিবর্তিত বাগানের ৷
- একনজরে সবুজ-মেরুনের প্রথম একাদশ:
বিশাল কাইথ (গোলরক্ষক), হেক্টর ইযুস্তে, আনোয়ার আলি, শুভাশিস বোস, মনবীর সিং, জনি কাউকো, দীপক টাংরি, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংস ৷
18:25 May 04
- মালিক তথা অভিনেতা রণবীর কাপুর শুভেচ্ছা জানিয়েছেন আগেই, ফাইনালের আগে এবার মুম্বই সিটি'কে শুভেচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের ৷
17:30 May 04
- আইএসএল শিল্ড জয়ের পর এবার ত্রিমুকুট জয়ের হাতছানি ৷ সেই লক্ষ্যে শনিবাসরীয় যুবভারতীতে মোহনবাগানের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ৷ তিনবছর আগে মুম্বইয়ের কাছে হেরেই ট্রফি হাতছাড়া হয়েছিল এটিকে মোহনবাগানের ৷ তাই এই ম্যাচ খানিক বদলারও বটে ৷ পক্ষান্তরে পিটার ক্র্যাটকি'র দলের কাছেও এই ম্যাচ বদলার ৷ কারণ, ভার্চুয়াল ফাইনালে বাগানের কাছে হেরেই চলতি আইএসএলের শিল্ড হাতছাড়া হয়েছে আইল্যান্ডারদের ৷