কলকাতা, 14 ফেব্রুয়ারি: "দু'হাত দূরে ট্রফি অথচ তুমি কাছে গিয়ে হাতে তোলার চেষ্টা করলে না। বদলে আশায় বসে রইলে ট্রফি আপনা আপনিই তোমার কাছে চলে আসবে। এটা হতে পারে না। ট্রফির কাছাকাছি পৌঁছলে তোমায় আরও সতর্ক থাকতে হবে। আরও বেশি সচেতন হতে হবে। যেখানে আত্মতুষ্টির কোনও জায়গা নেই।" আইএসএল শিল্ডজয়ের খুব কাছে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে কথাগুলো বললেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা।
অনুরাগীরা বলছেন শিল্ড চলেই এসেছে ৷ মোহনবাগান সুপার জায়ান্টকে যার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট খোয়ানোর বিষয়টি মাথায় রেখে মাঠের বাইরে ট্রফি জয়ের ম্যাজিক ফিগার নিয়ে প্রচুর অঙ্ক কষছেন ফুটবল পণ্ডিতরা ৷ কিন্তু হোসে মোলিনা সেই অঙ্কের দিকে তাকাচ্ছেন না। একটি করে ম্যাচ ধরে এগোনোর যে কৌশল তিনি শুরু থেকে অনুসরণ করছেন, তাতে এখনও অনড় তিনি। শনিবার কেরালার মাটিতে কেরালার বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন। তার আগে নিজের ফুটবল দর্শন মেলে ধরলেন দলের স্প্যানিশ হেডস্যর। যেখানে ট্রফির জন্য অপেক্ষা নয়, বরং ট্রফি দখলে আগ্রাসী দৌড় পছন্দ মোলিনার। তাঁর এই দর্শন ফুটবলারদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন তিনি। তাই সবুজ-মেরুন ব্রিগেডে আপাত হাসির আড়ালে চোয়ালচাপা মেজাজ রয়েছে।