ভুবনেশ্বর, 10 নভেম্বর: ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant) । দলের মধ্যে জয়ের অভ্যাস গড়ে ওঠার পাশাপাশি রক্ষণ গোল হজম করেনি ৷ এটাও স্বস্তি দিচ্ছে কোচ হোসে মোলিনাকে । তবে ওড়িশা ম্যাচের শুরুতেই নড়ে গেল বাগান রক্ষণ ৷ শর্ট ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন হুগো বুমোস ৷ আধঘণ্টা পর দলকে সমতায় ফিরিয়েছেন মনবীর সিং ৷
আশিস রাই ও বিশাল কাইথের ভুল বোঝাবুঝিতে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাগান ৷ কঠিন ম্যাচে প্রাক্তনীর করা গোলে শুরুতেই পিছিয়ে পড়েছিল সবুজ-মেরুন (Mohun Bagan vs Odisha FC) ৷ বারবার আক্রমণে আসছেন হুগো বুমোস, রয় কৃষ্ণা, রহিম আলিরা ৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে ফের ছন্দে ফিরেছে গঙ্গাপাড়ের ক্লাব ৷ বাগানের চিন্তা গ্রেগ স্টুয়ার্টের না-থাকা ৷ ফলে এদিন তাঁর বদলে শুরু করেছেন দিমিত্রি পেত্রাতোস ৷