কলকাতা, 21 নভেম্বর: গ্রেগ স্টুয়ার্টকে আগামী শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে না-পাওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টে । স্কটিশ মিডফিল্ডার বল নিয়ে প্র্যাকটিসের বদলে ফিজিওর অধীনে বেশি সময় ব্যয় করছেন । তাঁকে পাওয়া যাবে না ধরে নিয়েই কোচ হোসে মোলিনা একাদশ সাজাচ্ছেন ।
ওড়িশা এফসির বিরুদ্ধে তাঁর বদলে শুরু থেকে নেমে দিমিত্রি পেত্রাতোস দলকে ভরসা দিয়েছেন । নতুন হেয়ার স্টাইলে অবতীর্ণ দিমি অনুশীলনে জেমি ম্যাকলারেনের সঙ্গে বোঝাপড়া গড়ে তুলতে ব্যস্ত রইলেন । অন্যদিকে স্টুয়ার্ট, আশিসের পরে চোটের তালিকায় অনিরুদ্ধ থাপাও । ফলে ইস্পাত নগরীর বিরুদ্ধে নামার আগে খানিক চাপে গঙ্গাপাড়ের ক্লাব ৷
কোচ হোসে মোলিনা অবশ্য বলছেন, চোট-আঘাতের সমস্যা কাটলে আরও ক্ষুরধার হবে মোহনবাগানের খেলা ৷ যদিও শেষ কয়েক ম্যাচে সবুজ-মেরুনের খেলায় খুশি সমর্থকরা ৷ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে জামশেদপুরকে উড়িয়ে শীর্ষে ফিরবে বাগান ? নাকি ম্যাচ পকেটে পুরবে ইস্পাত নগরী ? কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?
|