পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জামশেদপুরকে হারিয়ে শীর্ষস্থান দখলের সুযোগ, এই উপায়ে বিনামূল্যে দেখুন মোহনবাগানের খেলা - ISL LIVE STREAMING

ইস্পাত নগরীর বিরুদ্ধে নামার আগে খানিক চাপে গঙ্গাপাড়ের ক্লাব ৷ শনিবার কোথায় দেখবেন প্রিয় দলের খেলা ? রইল বিস্তারিত...

MOHUN BAGAN VS JAMSHEDPUR FC
বিনামূল্যে দেখুন মোহনবাগানের খেলা (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Nov 21, 2024, 12:00 PM IST

কলকাতা, 21 নভেম্বর: গ্রেগ স্টুয়ার্টকে আগামী শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে না-পাওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টে । স্কটিশ মিডফিল্ডার বল নিয়ে প্র্যাকটিসের বদলে ফিজিওর অধীনে বেশি সময় ব্যয় করছেন । তাঁকে পাওয়া যাবে না ধরে নিয়েই কোচ হোসে মোলিনা একাদশ সাজাচ্ছেন ।

ওড়িশা এফসির বিরুদ্ধে তাঁর বদলে শুরু থেকে নেমে দিমিত্রি পেত্রাতোস দলকে ভরসা দিয়েছেন । নতুন হেয়ার স্টাইলে অবতীর্ণ দিমি অনুশীলনে জেমি ম্যাকলারেনের সঙ্গে বোঝাপড়া গড়ে তুলতে ব্যস্ত রইলেন । অন্যদিকে স্টুয়ার্ট, আশিসের পরে চোটের তালিকায় অনিরুদ্ধ থাপাও । ফলে ইস্পাত নগরীর বিরুদ্ধে নামার আগে খানিক চাপে গঙ্গাপাড়ের ক্লাব ৷

কোচ হোসে মোলিনা অবশ্য বলছেন, চোট-আঘাতের সমস্যা কাটলে আরও ক্ষুরধার হবে মোহনবাগানের খেলা ৷ যদিও শেষ কয়েক ম্যাচে সবুজ-মেরুনের খেলায় খুশি সমর্থকরা ৷ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে জামশেদপুরকে উড়িয়ে শীর্ষে ফিরবে বাগান ? নাকি ম্যাচ পকেটে পুরবে ইস্পাত নগরী ? কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?

  • মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্যাচের সময়:

শনিবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্যাচ ৷ খেলা হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷

14 বছর পর ভারতে খেলবেন মেসি, কোথায় খেলবে বিশ্বজয়ী আর্জেন্তিনা দল ?

  • কোন টিভি চ্যানেল মোহনবাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচ সম্প্রচার করবে ?

মোহনবাগান বনাম জামশেদপুর ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD BanglaColors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details