হায়দরাবাদ, 30 অক্টোবর: সামনেই দীপাবলি । আলোর উৎসবে মেতে উঠবে সারা দেশ । নিজামের শহরও বাদ যাবে না । হাওয়ায় এখন উৎসবের গন্ধ । মোহনবাগান সুপার জায়ান্টের ড্রেসিংরুমের ছবিটাও তেমনই উৎসবময় । টানা দু’টো ম্যাচে জয় । আত্মবিশ্বাসী দাপুটে জয়ের হাত ধরে জয়ের হ্যাটট্রিকে চোখ সবুজ-মেরুনের ।
বুধবার হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে গাচিবৌলি স্টেডিয়ামে খেলবে মোহনবাগান । মঙ্গলবার সকালেই অনুশীলন করে দুপুরে রওনা দিল ম্যাকলারেনরা । প্রথম চার ম্যাচে জয়ের মুখ না-দেখলেও পাঁচ নম্বর ম্যাচে মহমেডান স্পোর্টিংকে 4-0 গোলে চূর্ণ করেছে হায়দরাবাদ এফসি । প্রতিপক্ষের এই প্রত্যাবর্তন কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে কোচ হোসে মোলিনার । তাই সাবধানী সুর বাগান হেডস্যরের গলায় । বলছেন, “হায়দরাবাদকে সমীহ করছি । কারণ গত ম্যাচেই মহমেডানকে একতরফা হারিয়েছে । মাঠে নব্বই মিনিট নিজেদের উজাড় করে দিতে হবে । সেটা ঠিকভাবে করতে পারলেই জয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে ।”
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-2 খেলতে ইরানে না-যাওয়ার কারণে মোহনবাগানকে শাস্তির মুখে পড়তে হয়েছে । বাতিল করে দেওয়া হয়েছে তাদের নাম । ফলে এখন আইএসএলই কার্যত পাখির চোখ হোসে মোলিনার । শেষ ম্যাচে ডার্বিতে একতরফা ইস্টবেঙ্গলকে হারানোর 12 দিন পরে ফের মাঠে নামলেও প্রস্তুতিতে কিন্তু কোনও ফাঁক রাখেননি স্প্যানিয়ার্ড । গত আড়াইদিন ধরেই কঠোর অনুশীলনের মধ্যে দলকে ডুবিয়ে রেখেছেন । এত দিন পরে ফের ম্যাচ খেলতে নামা নিয়ে সবুজ-মেরুন হেডস্যার বলছেন, “শেষ ম্যাচ এবং হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পরে অনেকটা সময় পেরিয়েছে । এএফসির সঙ্গে সমস্যার কারণে তা হয়েছে । তবে দল প্রত্যেক দিন কঠোর অনুশীলন করে । হায়দরাবাদ ম্যাচের জন্য আমরা সম্পূর্ণ তৈরি ।”