পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিজামের শহরে জয়ের হ্যাটট্রিকের খোঁজে মোহনবাগান - MOHUN BAGAN

গত ম্যাচেই মহমেডানকে একতরফা হারিয়েছে হায়দরাবাদ । নিজামের শহরে প্রতিপক্ষের দাপট রুখে জয়ের হ্যাটট্রিকে চোখ সবুজ-মেরুনের । সেই লক্ষ্যেই আজ নামছে মোহনবাগান ৷

Mohun Bagan Super Giant
মোহনবাগান সুপার জায়ান্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Oct 30, 2024, 9:30 AM IST

হায়দরাবাদ, 30 অক্টোবর: সামনেই দীপাবলি । আলোর উৎসবে মেতে উঠবে সারা দেশ । নিজামের শহরও বাদ যাবে না । হাওয়ায় এখন উৎসবের গন্ধ । মোহনবাগান সুপার জায়ান্টের ড্রেসিংরুমের ছবিটাও তেমনই উৎসবময় । টানা দু’টো ম্যাচে জয় । আত্মবিশ্বাসী দাপুটে জয়ের হাত ধরে জয়ের হ্যাটট্রিকে চোখ সবুজ-মেরুনের ।

বুধবার হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে গাচিবৌলি স্টেডিয়ামে খেলবে মোহনবাগান । মঙ্গলবার সকালেই অনুশীলন করে দুপুরে রওনা দিল ম‌্যাকলারেনরা । প্রথম চার ম‌্যাচে জয়ের মুখ না-দেখলেও পাঁচ নম্বর ম‌্যাচে মহমেডান স্পোর্টিংকে 4-0 গোলে চূর্ণ করেছে হায়দরাবাদ এফসি । প্রতিপক্ষের এই প্রত্যাবর্তন কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে কোচ হোসে মোলিনার । তাই সাবধানী সুর বাগান হেডস্যরের গলায় । বলছেন, “হায়দরাবাদকে সমীহ করছি । কারণ গত ম্যাচেই মহমেডানকে একতরফা হারিয়েছে । মাঠে নব্বই মিনিট নিজেদের উজাড় করে দিতে হবে । সেটা ঠিকভাবে করতে পারলেই জয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে ।”

জয়ের হ্যাটট্রিকের খোঁজে মোহনবাগান (ইটিভি ভারত)

এএফসি চ‌্যাম্পিয়ন্স লিগ-2 খেলতে ইরানে না-যাওয়ার কারণে মোহনবাগানকে শাস্তির মুখে পড়তে হয়েছে । বাতিল করে দেওয়া হয়েছে তাদের নাম । ফলে এখন আইএসএলই কার্যত পাখির চোখ হোসে মোলিনার । শেষ ম‌্যাচে ডার্বিতে একতরফা ইস্টবেঙ্গলকে হারানোর 12 দিন পরে ফের মাঠে নামলেও প্রস্তুতিতে কিন্তু কোনও ফাঁক রাখেননি স্প্যানিয়ার্ড । গত আড়াইদিন ধরেই কঠোর অনুশীলনের মধ‌্যে দলকে ডুবিয়ে রেখেছেন । এত দিন পরে ফের ম‌্যাচ খেলতে নামা নিয়ে সবুজ-মেরুন হেডস্যার বলছেন, “শেষ ম‌্যাচ এবং হায়দরাবাদের বিরুদ্ধে ম‌্যাচের পরে অনেকটা সময় পেরিয়েছে । এএফসির সঙ্গে সমস্যার কারণে তা হয়েছে । তবে দল প্রত‌্যেক দিন কঠোর অনুশীলন করে । হায়দরাবাদ ম‌্যাচের জন‌্য আমরা সম্পূর্ণ তৈরি ।”

আইএসএলের সব দলগুলির মধ‌্যে হায়দরাবাদ প্রাক মরসুম প্রস্তুতি পর্ব শুরু করেছে সবার শেষে । কারণ লগ্নিকারী সংস্থা না-পাওয়ায় প্রথমে তাদের খেলার কথাই ছিল না । কিন্তু কলকাতার মাঠেই প্রত‌্যাবর্তন করেছেন আলেক্স সাজিরা । হায়দরাবাদের মূলত আক্রমণভিত্তিক ফুটবল খেলতে পছন্দ করে । প্রতিপক্ষের দ্রুতলয়ের ফুটবলে রাশ পড়াতে কি নিজেদের খেলার ধরনে পরিবর্তন করবেন মোলিনা ? “আমরা নিজেদের ধরণেই বিশ্বাসী । বিপক্ষে যে দলই থাকুক না কেন, আমি কোনও ভাবেই সেই ধরণ বদলানোর পক্ষপাতী নই । ম্যাচের শুরু থেকে নিজেদের দখলে বল রেখে আক্রমণ করতে চাই ৷” কাঁটা দিয়ে কাঁটা তোলার ভাবনা মোলিনার মাথায় ।

একই সঙ্গে যোগ করেছেন, “হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেও ছেলেদের স্বাভাবিক খেলাই খেলতে বলেছি । ওদের সম্পর্কে মাথা না ঘামিয়ে তিন পয়েন্ট নিয়েই ফেরা লক্ষ‌্য ।” বুধবারের ম‌্যাচ জিতলে মোহনবাগান লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবে । অনুশীলনে সেট পিস, ফ্রি-কিক, পেনাল্টি, কর্নার সব কিছুই ঝালানো হয়েছে । আক্রমণ, রক্ষণ এবং মাঝমাঠের বোঝাপড়া বাড়াতে সিচ্যুয়েশন প্র‌্যাকটিস হয়েছে । আক্রমণভাগের ফুটবলাররা রক্ষণ ভাগের ফুটবলারদের টপকে গোল করা অভ‌্যাস করেছেন ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details