কলকাতা, 16 ফেব্রুয়ারি: এক ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আইএসএলে আরেক ইতিহাস গড়ল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ শনিবার অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের ডেরায় গিয়ে তাঁদের হারানোর সঙ্গেই নিজেদের নজির ভেঙে আইএসএলে নয়া কীর্তি স্থাপন করল হোসে মোলিনার সবুজ-মেরুন ৷ একটি মরশুমে সর্বাধিক পয়েন্ট অর্জনের নিরিখে গতবার নিজেদের 48 পয়েন্টের নজির ছাপিয়ে গেল তাঁরা ৷ শনিবার 'মানজাপ্পারা ব্রিগেড'কে হারিয়ে তিন ম্য়াচ বাকি থাকতে 49 পয়েন্টে পৌঁছে গিয়েছে তাঁরা ৷
এই মুহূর্তে লিগ টেবলের যা পরিস্থিতি তাতে বাগানের 49 পয়েন্টের নজির টপকে যাওয়ার সুযোগ রয়েছে একমাত্র এফসি গোয়ার ৷ সেক্ষেত্রে অবশ্য কাজ করছে জটিল অঙ্ক ৷ যেখানে মোহনবাগানকে শেষ তিন ম্য়াচের সবক'টিতেই হারতে হবে এবং এফসি গোয়াকে বাকি চার ম্য়াচের সবক'টি ম্যাচ জিততে হবে ৷ তা হলে রেকর্ড পয়েন্ট অর্জনের সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার লিগ শিল্ডও জিতে নেবে গোয়া ৷ আপাতত 20 ম্যাচে 39 পয়েন্টে দাঁড়িয়ে মানোলো মার্কুয়েজের ছেলেরা ৷
কিন্তু যে ছন্দে হোসে মোলিনার ছেলেরা বিরাজ করছেন, তাতে অতি বড় এফসি গোয়া সমর্থকও হয়তো এমনটা আশা করবেন না ৷ কারণ, বকি তিন ম্য়াচের একটি জিতলেই প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার আইএসএল শিল্ড আসবে বাগানের ঘরে ৷ অবশ্য আগামী 23 ফেব্রুয়ারি ঘরের মাঠে ওড়িশা এফসি'র বিরুদ্ধে মাঠে নামার আগেই শিল্ড চলে আসতে পারে 'মেরিনার'দের দখলে ৷ সেক্ষেত্রে তার আগেরদিন অর্থাৎ 22 ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারতে হবে অরেঞ্জ ব্রিগেডকে ৷ সবমিলিয়ে শিলডজয়ের অদূরে দাঁড়িয়ে মোহনবাগানের সামনে সুযোগ রেকর্ড পয়েন্টের নজির আরও বাড়িয়ে নিয়ে যাওয়া ৷