পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 7:38 AM IST

ETV Bharat / sports

ভবানীপুর ম্যাচ দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু মোহনবাগান সুপার জায়ান্টের - Calcutta Football League 2024

Mohun Bagan Super Giant: কলকাতা লিগের প্রথম ম্যাচে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ ভবানীপুর ৷ মঙ্গলবার, ব্যারাকপুর স্টেডিয়ামে জয়ের অভিযানে নামছে বাগান শিবির ৷

Mohun Bagan Super Giant
মোহনবাগান সুপার জায়ান্ট (ইটিভি ভারত)

কলকাতা, 2 জুলাই: কলকাতা লিগ অভিযানে মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার কলকাতা প্রিমিয়ার লিগে মাঠে নামছে সবুজ-মেরুন। ব্যারাকপুর স্টেডিয়ামে প্রতিপক্ষ ভবানীপুর। কোচ শাহিদ রামনের প্রশিক্ষণাধীন দলটি প্রথম ম্যাচে পুলিশ এফসিকে 4-0 গোলে হারিয়েছে। নতুন মরশুমে মোহনবাগানের রিজার্ভ দলের কোচিংয়ের দায়িত্বে ডেগি কার্ডোজো। তাঁর অধীনে তিন সপ্তাহের প্রি-সিজন করেছে বাগানের ফুটবলাররা ৷

গতবারের দীপেন্দু বিশ্বাস, সুমিত রাঠি, রাজ বাসফোর, সোহেল ভাটদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকে এই মরশুমে কলকাতা লিগের জন্য সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। কোচ কার্ডোজো বলছেন, "আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ছেলেরা মাঠে নামার জন্য তৈরি। গোটা দু'য়েক প্রস্তুতি ম্যাচও খেলেছি। ফলে ফুটবলারদের পরখ করে নিতে পেরেছি। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, সেটাও বুঝেছি।" প্রথমবার কলকাতা ময়দানে কোচিং করাবেন।

মোহনবাগান কোচ বলছেন, "কলকাতা লিগ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলব। তারজন্য ধাপে ধাপে এগোতে হবে। যে কোনও টুর্নামেন্টের শুরুটা ভালো হলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। প্রথম ম্যাচে তাই তিন পয়েন্ট পাওয়াটা জরুরি।" প্রতিপক্ষ ভবানীপুর সম্পর্কে কার্ডোজোর বক্তব্য, "ভবানীপুর খুব শক্তিশালী দল। ওদের হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। আমার দলে প্রচুর প্রতিভাবান ছেলে রয়েছে। ওদের সেরাটা বের করে আনাই আমার কাজ। আবারও বলছি, আমার দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে।"

মোহনবাগান রিজার্ভ দলের অধিনায়ক দীপেন্দু বিশ্বাসও কোচের সুরে সুর মিলিয়ে বলছেন, "প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। ভবানীপুর শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরা জয় দিয়েই লিগ শুরু করতে চাই। প্রি-সিজন খুব ভালো হয়েছে। মাঠে নামার জন্য আমরা তৈরি।" সবুজ-মেরুন কোচ এবং অধিনায়কের আশঙ্কা অমূলক নয়। দীপ সাহা, শুভ ঘোষ, শঙ্কর রায়, জিতেন মুর্মুরা কলকাতা ময়দানের পোড়খাওয়া ফুটবলার। তারা যে বিদেশিহীন কলকাতা লিগে তথাকথিত বড় দলকে চমকে দিতে তৈরি তা বলার অপেক্ষা রাখে না। তাই ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট যথেষ্ট কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বলা যায়।

ABOUT THE AUTHOR

...view details