পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সেঞ্চুরি ম্যাচে জয়ের হ্যাটট্রিক, দু’নম্বরে মোহনবাগান সুপার জায়ান্ট - MOHUN BAGAN IN ISL

মনবীর সিং এবং শুভাশিস বসুর গোল সবুজ-মেরুন ব্রিগেডকে কাঙ্খিত জয় এনে দিল। জয়ের হ্যাটট্রিকের ফলে পয়েন্ট টেবিলে দু’নম্বরে হোসে মোলিনার ছেলেরা ।

Mohun Bagan
মোহনবাগান (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Oct 30, 2024, 10:22 PM IST

হায়দরাবাদ, 30 অক্টোবর:আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট তার সেঞ্চুরি ম্যাচ জয়ের আলোয় সাজাল। হায়দরাবাদে গাচিবৌলি স্টেডিয়ামে হায়দরাবাদ এফসিকে 2-0 গোলে হারাল তারা। মনবীর সিং এবং শুভাশিস বসুর গোল সবুজ-মেরুন ব্রিগেডকে কাঙ্খিত জয় এনে দেয় । আইএসএলে জয়ের হ্যাটট্রিকের সৌজন্যে পয়েন্ট টেবিলে দু’নম্বরে উঠে এল হোসে মোলিনার ছেলেরা।

দৃষ্টিনন্দন ফুটবল নয়, কার্যকরী ফুটবলে ভর দিয়ে জয় হাসিল মোহনবাগান সুপার জায়ান্টের । দলের ভারসাম্য এতটাই ভালো যে হোসে মোলিনার পরিবর্ত ফুটবলাররাও যে কোনও বিপক্ষের জন্য দুঃশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারেন। স্কিল, গোল শিকার এবং রক্ষণ সামলানোর ভারসাম্য এখন সবুজ-মেরুনে। প্রতিটি বিভাগেই রয়েছেন এমন কয়েকজন যাঁরা নিজের দিনে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন।

আক্রমণে জেমি ম্যাকলারেনের সঙ্গে মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্টের যুগলবন্দি যতই দিন গড়াচ্ছে ততই দৃষ্টিনন্দন হয়ে উঠছে। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার 65 মিনিট মাঠে ছিলেন। গোল পাননি। কিন্তু হায়দরাবাদ এফসি রক্ষণকে অস্বস্তিতে রেখে গিয়েছিলেন। অ্যালেক্স সাজির নেতৃত্বাধীন হায়দরাবাদ রক্ষণ মহমেডান স্পোর্টিং ম্যাচের মতো জমাট ছিল না। তার অন্যতম কারণ ম্যাকলারেন-স্টুয়ার্ট জুটি। আর এই জুটিকে আরও শানিত করেছে মনবীর সিংয়ের অসাধারণ ফুটবল। উইঙ্গার হয়েও আক্রমণ এবং রক্ষণে সমান তালে অংশ নিলেন তিনি।

পাশাপাশি মাঝমাঠে অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ এবং দীপক টাঙরি একই রকম ভালো ফুটবল উপহার দিলেন। যার জেরে নিজামের শহরে এল মোহনবাগান সুপার জায়ান্টের জয়ের হ্যাটট্রিক। প্রথম 15 মিনিট হায়দরাবাদ এফসির ক্রমাগত আক্রমণ দেখে মনে হয়েছিল মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে দাপুটে জয়ে তাদের ছন্দ ফিরিয়ে দিয়েছে। কিন্তু সময় যত এগিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নিয়েছেন সবুজ-মেরুন ফুটবলাররা । আর সেই কাজের নেতৃত্বে গ্রেগ স্টুয়ার্ট ।

37 মিনিটে প্রথম গোল মনবীর সিংয়ের। অনিরুদ্ধ থাপার বাড়ানো পাস থেকে একক কৃতিত্বে অনবদ্য স্কিলে গোল করেন তিনি । হায়দরাবাদ এফসির বিরুদ্ধে গোল করার সুঅভ্যাস বজায় রাখলেন এবারও। এরপর থেকে তাঁর দ্রুতলয়ের প্রান্তিক দৌড় হায়দরাবাদকে অস্বস্তিতে ফেলেছে ।

বিরতির পরও একই ছবি। হায়দরাবাদ আক্রমণ হানার চেষ্টা করলেও তা প্রতিপক্ষ রক্ষণের বিপজ্জনক অঞ্চল পর্যন্ত পৌঁছতে পারছিল না । সবুজ-মেরুন জোনাল মার্কিংয়ের চক্রব্যুহে দিশা হারাচ্ছিল । বদলে প্রতি আক্রমণে বারবার বেকায়দায় প্রতিপক্ষ রক্ষণকে ফেলছিল সবুজ-মেরুন । পঞ্চান্ন মিনিটে এল দ্বিতীয় গোল । গ্রেগ স্টুয়ার্টের অনবদ্য ইনসুইং মেশানো ফ্রি-কিকে পিছন থেকে এসে হেড করে গোল করে যান শুভাশিস বসু । সবুজ-মেরুন অধিনায়ক চলতি আইএসএলে তিন নম্বর গোলটি করে ফেললেন ।

মোলিনার সংসারে বিকল্পের অভাব নেই। তাই ম্যাকলারেন, স্টুয়ার্ট, সামাদ, মনবীরদের পরিবর্তন করলেও খেলার ধরনে বদল হয় না । কামিংস, পেত্রাতোস, লিস্টন, অভিষেকরা একই ধরনের দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে রাখতে পারেন । তাই হায়দরাবাদ পুরো ম্যাচে সেভাবে গোলের মুখ খুলতে ব্যর্থ । জয়ের হ্যাটট্রিকে দু’নম্বরে মোহনবাগান।

ABOUT THE AUTHOR

...view details