পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএলের ধাক্কায় পিছু হটল আইএসএল, বদলাল মোহনবাগান ম্যাচের সূচি - ISL Fixture Change Due to IPL - ISL FIXTURE CHANGE DUE TO IPL

ISL Fixture Changed: একইদিনে দেশের দু’টি লিগের দু’টি বড় ম্যাচ কলকাতায় ৷ আর তাই একটি লিগের ম্যাচের সূচি বদলাল ৷ যার জেরে আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ পিছিয়ে দিল আয়োজকরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 2:00 PM IST

Updated : Mar 26, 2024, 3:15 PM IST

কলকাতা, 26 মার্চ: আইপিএলের দ্বিতীয় দফার প্রকাশিত সূচি অনুযায়ী, 14 এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ ৷ আর ওইদিনেই যুবভারতীতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টের ৷ তাও আবার মাত্র 2 ঘণ্টার ব্যবধানে ৷ আর এই তারিখ ও সময়ের ক্ল্যাশে পিছু হটল আইএসএল ৷ বদল করা হল, আইএসএলের সূচিতে ৷ ফলে মোহনবাগান বনাম মুম্বইয়ের সেই ম্যাচ একদিন পিছিয়ে 15 এপ্রিল আয়োজন করা হচ্ছে ৷

কিন্তু, এক্ষেত্রে প্রশ্ন একইদিনে ম্যাচ আয়োজনে সমস্যাটা ঠিক কোথায় ? নিরাপত্তা নাকি, মোহনবাগান সুপার জায়ান্ট ও লখনউ সুপার জায়ান্টসের সমর্থন ভাগাভাগি হওয়া ? সুপার জায়ান্টস সূত্রে খবর, দু’টি দলই তাদের ৷ ফলে একইদিনে দু’টি দল মাঠে নামলে স্টেডিয়ামে সমর্থক সংখ্যা যেমন কমে যাবে ৷ তেমনি টেলিভিশনের টিআরপি কমে যাওয়ার একটা বিপুল সম্ভাবনা রয়েছে ৷ দু’দিকেই সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির ক্ষতি ৷ কারণ, আইপিএলে টিভি সম্প্রচার থেকে টাকা পাওয়া যায় ৷ যা আইএসএলের ক্ষেত্রে হয় না ৷

যদিও, আইপিএল ও আইএসএলের সম্প্রচারকারী চ্যানেল আলাদা ৷ কিন্তু, একইদিনে একই শহরের দু’টি দলের ম্যাচ হলে, টিআরপি ভাগাভাগি হবে ৷ ফলে, আইপিএলে টিআরপি কমার অর্থ, লভ্যাংশের ভাগ কম ৷ এখানে মাঠের সমর্থনেরও একটা বড় বিষয় রয়েছে ৷ এক্ষেত্রে দু’ঘণ্টার ব্যবধানে আয়োজিত দুই ম্যাচে মাঠে দর্শকের সংখ্যা কমে যাবে ৷ বিশেষত, আইএসএলের ম্যাচে আয়োজক হিসেবে ম্যাচ টিকিটের অধিকাংশ লভ্যাংশ মোহনবাগান সুপার জায়ান্টের ৷ ফলে একইদিনে ম্যাচ হলে, সেখানেও আর্থিকভাবে ক্ষতি হবে সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির ৷

ওই সূত্রের দাবি অনুযায়ী, টেলিভিশন টিআরপি ও সমর্থকদের কথা চিন্তা করে, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি-র ম্যাচ একদিন পিছিয়ে 15 এপ্রিল করা হয়েছে ৷ এক্ষেত্রে লোকসভা নির্বাচনও একটা বড় বিষয় ৷ কারণ, আইপিএলের সূচি নির্ধারণ করা হয়েছে, লোকসভা ভোটের সঙ্গে সামঞ্জস্য রেখে ৷ আইপিএলের সূচিতে বদল করলে, তা ভোটের সঙ্গে ক্ল্যাশ করতে পারে ৷ যেখানে আইএসএস তার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ৷ ফলে আইএসএলের একটা ম্যাচের সূচি বদল করলে, খুব একটা সমস্যা হবে না ৷

অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের লিগ শিল্ড জয়ের মাঝে একমাত্র বাধা মুম্বই সিটি এফসি ৷ এই মুহূর্তে মোহনবাগান 18 ম্যাচ খেলে 39 পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে ৷ আর মুম্বই এক ম্যাচ বেশি খেলে 41 পয়েন্ট নিয়ে এক নম্বরে ৷ তাই মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ জিততে পারলে, একনম্বর স্থান ও লিগ শিল্ড দু’টোই প্রায় নিশ্চিত হয়ে যাবে মোহনবাগান সুপার জায়ান্টের ৷ ফলে ঘরের মাঠে সেই ম্যাচে সমর্থকদের উপস্থিতি খুব বেশি করে প্রয়োজন সবুজ-মেরুন ক্লাবের জন্য ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া প্রসঙ্গে সমালোচকদের বার্তা বিরাটের
  2. নির্বাচনের দ্বিতীয় দফায় ইডেনে কেকেআর-পঞ্জাব, ঘোষিত আইপিএলের অবশিষ্ট সূচি
  3. বিশ্বকাপ যোগ্যতা অর্জনের মঞ্চে 150তম আন্তর্জাতিক ম্যাচে নামছেন ছেত্রী
Last Updated : Mar 26, 2024, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details