কলকাতা, 26 মার্চ: আইপিএলের দ্বিতীয় দফার প্রকাশিত সূচি অনুযায়ী, 14 এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ ৷ আর ওইদিনেই যুবভারতীতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টের ৷ তাও আবার মাত্র 2 ঘণ্টার ব্যবধানে ৷ আর এই তারিখ ও সময়ের ক্ল্যাশে পিছু হটল আইএসএল ৷ বদল করা হল, আইএসএলের সূচিতে ৷ ফলে মোহনবাগান বনাম মুম্বইয়ের সেই ম্যাচ একদিন পিছিয়ে 15 এপ্রিল আয়োজন করা হচ্ছে ৷
কিন্তু, এক্ষেত্রে প্রশ্ন একইদিনে ম্যাচ আয়োজনে সমস্যাটা ঠিক কোথায় ? নিরাপত্তা নাকি, মোহনবাগান সুপার জায়ান্ট ও লখনউ সুপার জায়ান্টসের সমর্থন ভাগাভাগি হওয়া ? সুপার জায়ান্টস সূত্রে খবর, দু’টি দলই তাদের ৷ ফলে একইদিনে দু’টি দল মাঠে নামলে স্টেডিয়ামে সমর্থক সংখ্যা যেমন কমে যাবে ৷ তেমনি টেলিভিশনের টিআরপি কমে যাওয়ার একটা বিপুল সম্ভাবনা রয়েছে ৷ দু’দিকেই সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির ক্ষতি ৷ কারণ, আইপিএলে টিভি সম্প্রচার থেকে টাকা পাওয়া যায় ৷ যা আইএসএলের ক্ষেত্রে হয় না ৷
যদিও, আইপিএল ও আইএসএলের সম্প্রচারকারী চ্যানেল আলাদা ৷ কিন্তু, একইদিনে একই শহরের দু’টি দলের ম্যাচ হলে, টিআরপি ভাগাভাগি হবে ৷ ফলে, আইপিএলে টিআরপি কমার অর্থ, লভ্যাংশের ভাগ কম ৷ এখানে মাঠের সমর্থনেরও একটা বড় বিষয় রয়েছে ৷ এক্ষেত্রে দু’ঘণ্টার ব্যবধানে আয়োজিত দুই ম্যাচে মাঠে দর্শকের সংখ্যা কমে যাবে ৷ বিশেষত, আইএসএলের ম্যাচে আয়োজক হিসেবে ম্যাচ টিকিটের অধিকাংশ লভ্যাংশ মোহনবাগান সুপার জায়ান্টের ৷ ফলে একইদিনে ম্যাচ হলে, সেখানেও আর্থিকভাবে ক্ষতি হবে সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির ৷